Advertisement
সমুদ্রের কোমর জলে মনোকিনিতে বোল্ড মনামী! চুঁইয়ে পড়ছে উত্তাল যৌবন
পুরুষদের ঘাম ছোটাতে মনামীর 'মনোক্রম মায়াজাল'। দেখুন।
মনামী ঘোষের পায়ের তলায় যেন সর্ষে। আজ কলকাতা তো কাল কোরিয়া। পরশু মালদ্বীপ। কাজের ফাঁকে সময় পেলেই হল ব্যাগপত্তর গুছিয়ে বেড়িয়ে পড়েন টলিপাড়ার এই নায়িকা।
উপরন্তু বড়পর্দায় এত বড় ব্রেক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। পাশাপাশি চঞ্চল চৌধুরীর মতো দক্ষ অভিনেতার সঙ্গে স্ক্রিনশেয়ার, সেটা যে মনামীর কেরিয়ারে বড় মাইলস্টোন হতে চলেছেন তা বলাই বাহুল্য।
এদিকে সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয় মনামী ঘোষ। নিজের ইউটিউব চ্যানেল হোক কিংবা ইনস্টাগ্রাম, যখনই যা করেন আপলোড করে দেন। ব্যস, অনুরাগীরা তো সেই ছবি-ভিডিও দেখে আপ্লুত!
Published By: Sandipta BhanjaPosted: 09:19 PM Sep 14, 2023Updated: 09:25 PM Sep 14, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
