Advertisement
হাতে বিশ্বকাপ, শামিল টিম ইন্ডিয়ার দিওয়ালি পার্টিতেও! হরমনের সঙ্গে কে এই যুবতী?
ইনস্টাগ্রামজুড়ে হরমন এবং নূপুরের প্রচুর ছবি রয়েছে।
প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে মহিলাদের বিশ্বকাপ জিতেছেন। তারপরই নেটদুনিয়ায় হইচই ফেলে দিয়েছে হরমনপ্রীত কউরের একটি ছবি। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন উইমেন ইন ব্লু ক্যাপ্টেন।
নিজের 'বেস্ট ফ্রেন্ড' নূপুর কাশ্যপের সঙ্গে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে ওই ছবিটি পোস্ট করেছেন হরমন। গত শুক্রবার নূপুরের জন্মদিন ছিল। বিশেষ দিনের শুভেচ্ছা জানাতেই ইনস্টাগ্রামে পোস্ট করেন হরমনপ্রীত। সেই পোস্ট ঘিরেই নেটদুনিয়ায় জোর চর্চা।
কেন আলোচনায় উঠে এসেছে হরমনের এই পোস্ট? আসলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নূপুরকে বিশেষ বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক। তিনি লিখেছেন, 'জন্মদিনে তুমি বোধহয় এর থেকে বেশি ভালো উপহার আশা করতে পারো না। ১৬ বছর আগে যা প্রকাশ করেছি, সেটা আজও রয়েছে।'
কেবল আবেগঘন বার্তা দেওয়াই নয়, ওই ছবির ক্যাপশনে লাল রঙের হার্ট ইমোজিও দিয়েছেন হরমনপ্রীত। তারপর থেকেই নেটদুনিয়ায় জল্পনা, নূপুরের সঙ্গে হরমনের সম্পর্ক কি কেবল বন্ধুত্বেই সীমাবদ্ধ?
নূপুর কিন্তু ভারতের মহিলা ক্রিকেটমহলে যথেষ্ট পরিচিত। এবছর বিশ্বকাপ চলাকালীনই দীপাবলি উপলক্ষে উৎসবে মেতেছিল উইমেন ইন ব্লু। ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও অনেকেই সেই দিওয়ালি পার্টিতে এসেছিলেন।
ভারতীয় দলের দিওয়ালি পার্টিতে দেখা গিয়েছে নূপুরকেও। স্মৃতি মন্ধানা, রেণুকা সিং ঠাকুরদের সঙ্গে মেতে উঠেছিলেন ফটোসেশনে। ভারতীয় ক্রিকেটারদের মতো খাঁটি ভারতীয় পোশাকে সেজেছিলেন।
নূপুর পেশায় জিম ইনস্ট্রাক্টর। পাঞ্জাবের পাতিয়ালার কন্যা নূপুরের ইনস্টাগ্রাম বায়ো বলছে, অ্যাথলিটদের ফিটনেস নিয়ে কাজ করেন তিনি। repeat7.fit নামে একটি জিম রয়েছে নূপুরের।
বেস্ট ফ্রেন্ড নূপুরের এই জিমে নিয়মিত ওয়ার্কআউট করতে দেখা যায় হরমনপ্রীতকে। জিমের বিজ্ঞাপনেও রয়েছেন হরমন। এমনকি মেন্টর হিসাবেও নূপুরের জিমের সঙ্গে যুক্ত রয়েছেন ভারত অধিনায়ক।
Published By: Anwesha AdhikaryPosted: 01:43 PM Nov 09, 2025Updated: 06:49 PM Nov 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
