Advertisement
বিয়েবাড়িতে যুগলে নিমন্ত্রণ? সাজপোশাকে থাক বলিউডি ছোঁয়া
পোশাক বাছাইয়ের পাশাপাশি ঠিকঠাক ফিটিংস হচ্ছে কিনা, সেদিকেও খেয়াল রাখুন।
শীতকালে সাজগোজ করতে তেমন কষ্ট নেই ঠিকই। তবে কী পরে বিয়েবাড়ি যাবেন, তা ঠিক করা বেশ কঠিন। অনেকেই ভাবনাচিন্তা করতে বসে যেন কিছুই ঠিক করতে পারেন না।
একার নিমন্ত্রণ হলে না হয় একরকম। আর যদি নিমন্ত্রণ বাড়িতে দু'টিতে জুটিতে যাওয়ার হয়, তা হলে তো কথায় নেই। পোশাক নিয়ে ভাবনাচিন্তা তখন দ্বিগুণ।
বিয়েবাড়ি হলেই সাবেকি সাজগোজ করার কথা ভাবেন অনেকে। এবারের বিয়েবাড়ির ফ্যাশনে না হয় থাক বলিউডি ছোঁয়া। আপনার কাছে থাকা পোশাক পরে বলি তারকাদের মতো সেজে উঠতে পারেন।
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের মতো আভিজাত্যে ভরা সাজগোজ করতে পারেন। দু'জনে রংমিলান্তি পোশাক পরতে পারেন। তবে রঙের শেড যেন হালকা হয়, সেদিকে খেয়াল রাখুন। পোশাকের সঙ্গে মানানসই গয়নাগাটি পরুন। তা যেন খুব ভারী না হয়।
আপনার পছন্দের জুটির তালিকায় নিশ্চয়ই রয়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট? তাঁদের মতো সাজতে পারেন। ফ্লোরাল প্রিন্টের শাড়ি আপনি পরতে পারেন। সঙ্গীর পোশাকেও থাক ফুলেল ছোঁয়া। তবে তা যেন আপনার শাড়ির তুলনায় হালকা রঙের হয়, সেদিকে খেয়াল রাখুন।
সদ্যই বিয়ে হয়েছেন আপনার? তবে অবশ্যই ভিকি-ক্যাটরিনার মতো সাজতে পারেন। বেছে নিন সিকোয়েন্সের লাল শাড়ি। ফুলস্লিভ ব্লাউজ পরতে পারেন। চুল খোলা রাখতে পারেন। মানানসই গয়নাগাটি পরতে ভুলবেন না। সঙ্গে অফ হোয়াইট পাঞ্জাবিতে সাজুক সঙ্গী। আপনাদের জুটির দিক থেকে কেউ নজর ফেরাতে পারবে না।
বিয়েবাড়িতে কি শাড়ি পরতে চাইছেন না? অন্য কিছু পরতে চান? উত্তর 'হ্য়াঁ' হলে সিদ্ধার্থ ও কিয়ারার মতো সাজতে পারেন। ফিশ কাট লেহেঙ্গা পরতে পারেন। সঙ্গীর পরনে থাক স্টাইলিশ জ্যাকেট। চেষ্টা করুন রংমিলান্তি পোশাক পরার।
এবারের বিয়েবাড়ির সাজে থাক ফিউশনের ছোঁয়া। হালকা রঙের লেহেঙ্গা পরুন আপনি। আর সঙ্গী পরনে থাক ব্লেজার। শার্ট এবং লেহেঙ্গা রংমিলান্তি হলে দু'জনকে দিব্যি মানাবে।
Published By: Sayani SenPosted: 05:57 PM Nov 17, 2025Updated: 05:57 PM Nov 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
