Tap to expand চায়ের ঠেক হোক কিংবা কলেজ, সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে 'অপা'। অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়। তাঁদের সম্পর্কের পাশাপাশি সম্পত্তি দেখে হতবাক আমজনতা।
Tap to expand কিন্তু জানেন ঠিক কী কী ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের গয়নার বাক্সে? তার বাজার মূল্যই বা কত?
Tap to expand আদালতে অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া অর্থ, গয়না ও নথির হিসেব পেশ করেছে ইডি।
Tap to expand সেখান থেকেই জানা গিয়েছে, অর্পিতার গয়নার মধ্যে রয়েছে ১৮ জোড়া সোনার কানের দুল, ১১টি সোনার চুড়ি।
Tap to expand এছাড়াও ছিল ৬ টি সোনার বালা, কঙ্কন (২ কেজি ওজনের), ৯টি ছোট নেকলেস, ৪টি বড় নেকলেস, ৭টি চেন, ৫টি আংটি, ১টি সোনার পেন।
Tap to expand অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া গয়নার আনুমানিক বাজার দর মোট ৪ কোটি ৩১ লক্ষ টাকা।
Tap to expand অর্পিতা-পার্থর আরও বেনামী সম্পত্তিতে তল্লাশি চালাচ্ছে ইডি। আরও নগদ অর্থ ও গয়না মিলতে পারে বলেই ধারণা তদন্তকারীদের।
আরও গয়না ও নগদ উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।