Advertisement
মনোস্কামনা পূরণে পুজো দেওয়ার ভিড়, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল
তারাপীঠ মন্দির চত্বরজুড়ে বসানো হয়েছে ১৫০ টিরও বেশি সিসিটিভি ক্যামেরা।
আজ ‘তারা রাত্রি’। অর্থাৎ কৌশিকী অমাবস্যা। যা ভক্তদের কাছে বিশেষ মাহাত্ম্যের। যার প্রভাব তন্ত্রসাধনা থেকে আধ্যাত্মিক জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারাপীঠ মন্দির চত্বরজুড়ে বসানো হয়েছে ১৫০ টিরও বেশি সিসিটিভি ক্যামেরা। মোতায়েন ছিল প্রচুর পুলিশ। মন্দির কমিটিও নিরাপত্তার ব্যবস্থা করেছে।
এলাকায় নামে মানুষের ঢল। নিরাপত্তাতেও জোর দেয় স্থানীয় প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ। সকাল থেকেই তারাপীঠ মায়ের মন্দিরে ভিড় ভক্তদের। হাজার হাজার ভক্ত বিশেষ দিনে পুজো দিতে ভিড় জমান মন্দিরে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যা তিথি ২২ আগস্ট অর্থাৎ ৫ ভাদ্র থেকে শুরু। আজ তিথি শুরু হয়েছে সকাল ১১ টা ৫৮ মিনিটে। শনিবার ২৩ আগস্ট সকাল ১১ টা ৩৭ মিনিটে অমাবস্যা ছেড়ে যাচ্ছে।
Published By: Subhankar PatraPosted: 09:11 PM Aug 22, 2025Updated: 09:11 PM Aug 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
