Advertisement
বিবাহবিচ্ছেদের আগেই চুটিয়ে প্রেম জ্যাসমিনের সঙ্গে! নাতাশাকে 'ধোঁকা' দিয়েছিলেন হার্দিক?
জল্পনা উসকে দিয়েছেন প্রাক্তন প্রেমিকা জ্যাসমিনই।
চার বছরের দাম্পত্য ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তবে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে সম্পর্ক থেকে মুভ অন করতে চেয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। ডিভোর্সের পর থেকে একাধিক নারীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। যার মধ্যে ছিল জ্যাসমিন ওয়ালিয়া।
কিন্তু সেটা কি নাতাশার সঙ্গে সম্পর্ক ভাঙার পর না আগে? সম্প্রতি সেই প্রশ্ন উঠেছে। অনেকেরই ধারণা, নাতাশার সঙ্গে সম্পর্ক ভাঙার আগেই জ্যাসমিনের সঙ্গে ডেট করা শুরু করেন হার্দিক। সোজা কথায়, নাতাশাকে 'ধোঁকা' দেন হার্দিক।
কীভাবে এই জল্পনার শুরু? ইনস্টাগ্রামে একটি পোস্ট থেকে তার শুরুয়াত। সেই পোস্টে দেখা যায়, নীল পোশাকে জলকেলি করছেন জ্যাসমিন। স্বল্পাবসনে রীতিমতো আবেদনময়ী রূপে হাজির তিনি।
সেই পোস্টে অনেকে লিখছেন, এর আগে জ্যাসমিন স্বীকার করেছিলেন, তাঁর আগের প্রেমটি দু'বছর টিকে ছিল। যদি সেটা হার্দিকের সঙ্গে হয়ে থাকে, তাহলে তো ওই সময় ভারতীয় ক্রিকেট তারকা বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।
নাতাশার সঙ্গে হার্দিকের বিবাহবিচ্ছেদ হয় ২০২৪ সালে। দু'বছর ধরলে হার্দিক তার আগেই জ্যাসমিনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। অনেকে সেটাও লিখছেন। আর সেই কমেন্টে 'লাইক' করেছেন জ্যাসমিন। যা অনেকে জল্পনায় শিলমোহর বলে মনে করছে।
হার্দিকের সঙ্গে জ্যাসমিনের প্রেমের গুঞ্জন শুরু হয় তারকা ক্রিকেটারের বিবাহবিচ্ছেদের পর থেকেই। গ্রিসে ছুটি কাটানোর সময় থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়। তবে প্রকাশ্যে সেকথা স্বীকার করেননি দু'জনের কেউই।
হার্দিকের ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে গলা ফাটানো হোক বা টিম বাস-সর্বত্রই দেখা যেত জ্যাসমিনকে। এমনকি একান্তে ছুটি কাটাতে গ্রিসেও গিয়েছিলেন দু'জনে। আলাদাভাবে দু'জনের পোস্ট দেখেই ধারণা করা যেত, তাঁরা রয়েছেন একসঙ্গেই। পরে অবশ্য ব্রেকআপও হয়ে যায়।
সম্প্রতি হার্দিকের সঙ্গে নাম জড়িয়েছে এক লাস্যময়ী মডেলের। তাঁর নাম মাহিকা শর্মা। সোশাল মিডিয়ায় স্বল্পবসনা ছবিতে প্রায়ই উষ্ণতা ছড়ান।
Published By: Arpan DasPosted: 05:02 PM Sep 19, 2025Updated: 05:02 PM Sep 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
