Advertisement
মাখন শরীরে সুইমিং পুলে ডুব, লাস্যময়ী দিশার শরীরী ভাষায় কুপোকাত নেটপাড়া
দিশার নতুন ছবিতে উপচে পড়েছে নেটিজেনদের মন্তব্য।
বরাবরের মতো শরীরী আবেদন নিয়ে একগুচ্ছ ছবি পোস্ট করলেন দিশা ইনস্টাগ্রামে। সবসময়ের মতোই তাঁর ছবিতে উপচে পড়েছে অনুরাগীদের কমেন্ট।
সুইমিং পুলে তোলা রঙিন পোশাকে দিশা কার্যত লাস্যময়ী। তণ্বী দিশা রীতিমতো আগুন ধরালেন নেটপাড়ায়। শুধু কি তাই? একইসঙ্গে ঘুম ওড়ালেন তিনি নেটিজেনদেরও। তাঁর আবেদনে ঘায়েল অনুরাগীরা।
যে কোনও মরশুমেই নেট দুনিয়ায় উষ্ণতার পারদ চড়ান দিশা। তাঁর বোল্ড লুকের ছবি সবসময়েই নেটিজেনদের মনে ঝড় তোলে।
Published By: Arani BhattacharyaPosted: 05:35 PM Aug 20, 2025Updated: 05:36 PM Aug 20, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
