Advertisement
পুজোর পাঁচদিন কোন রঙের শাড়িতে তুষ্ট হন দেবী দুর্গা? ভুল করলেই সর্বনাশ!
সাজগোজের আগে জেনে নিন কী বলছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা।
পুজোর কেনাকাটি প্রায় সারা। এবার পালা বন্ধুবান্ধবদের সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানোর। কিংবা কাছের মানুষগুলোর সঙ্গে জমিয়ে আড্ডা কিংবা খাওয়াদাওয়ার।
পুজো মানেই মহিলাদের শপিং ব্যাগে শাড়ি থাকবেই। নিশ্চয়ই বছরকার পাঁচটা দিনে পরার জন্য নানারকমের শাড়ি কিনেছেন? পুজোর কটাদিন কোনটা কবে পরবেন, সে তালিকাও তৈরি করে ফেলেছেন?
তবে জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, পুজোর কটাদিন কোন রঙের শাড়ি পরছেন, তার উপর নির্ভর করে অনেক কিছু। তাঁদের মতে, সেই অনুযায়ী শাড়ি বাছাই করা উচিত। চলুন জেনে নেওয়া যাক, কোনদিন কোন রঙের শাড়ি পরা উচিত।
ষষ্ঠীতে অবশ্যই লাল রঙের শাড়ি পরতে হবে। কারণ, ওইদিন দেবী দুর্গা কাত্যায়নী রূপে পূজিতা হন। তাই লাল রঙের শাড়ি পরলে দেবীর আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা থাকে।
জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, অষ্টমীতে শুভ রং গোলাপি। দেবী দুর্গার আশীর্বাদ পেতে তাই এদিন না হয় গোলাপি শাড়িতেই সাজুন।
দশমীতে উমা বিদায়ের পালা। বিষন্নতা নিয়ে ওইদিন সিঁদুরখেলায় মাতেন মহিলারা। সেদিন অবশ্যই সাদা-লাল পাড়ের শাড়ি বাছুন। সঙ্গে সোনার গয়না। ব্যস, এই সাজেই আপনার দিক থেকে নজর ফেরাতে পারবেন না কেউ।
Published By: Sayani SenPosted: 02:36 PM Sep 21, 2025Updated: 02:44 PM Sep 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
