Advertisement
কৈলাসে ফিরেছেন উমা, বিদায়লগ্নে রাজ্যজুড়ে বিসর্জন কার্নিভালের টুকরো ছবি
আগামী কাল কলকাতার রেড রোডের কার্নিভালে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।
বাপেরবাড়ি থেকে ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে কৈলাসে ফিরে গিয়েছেন উমা। দশমীর তিথি থেকে রাজ্যের দিকে দিকে চলেছে প্রতিমা নিরঞ্জন। আবার এক বছরের অপেক্ষা। আগামী কাল, রবিবার কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে কার্নিভাল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্টরা। বিষাদের মধ্যেও আজ, শনিবার রাজ্যের জেলাগুলিতে কার্নিভাল অনুষ্ঠিত হল।
হুগলির শ্রীরামপুরে অনুষ্ঠিত হলো অত্যন্ত জমজমাট রঙিন দুর্গা পূজা পরবর্তী এই কার্নিভাল বা শোভাযাত্রা। এদিন বিকাল চারটে বাজার সঙ্গে সঙ্গে শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের স্নান পিরি মাঠ থেকে জেলার বাছাই করা দুর্গা প্রতিমাগুলিকে নিয়ে শুরু হয় রঙিন এই শোভাযাত্রা। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ধুনুচি নাচে যোগ দিয়েছিলেন।
এদিনের এই উৎসবে উপস্থিত ছিলেন আরামবাগের সংসদ মিতালি বাগ, বিধায়ক অরিন্দম গুইন, বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, সুবীর মুখোপাধ্যায়, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জগলভি, শ্রীরামপুরের মহকুমাশাসক শম্ভুদীপ সরকার-সহ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দুর্গাপুজোর কার্নিভাল আয়োজিত হয়েছিল মহেশতলার বাটানগরে। বিভিন্ন ক্লাবের বাছাই করা প্রতিমাকে কার্নিভালে দেখা যায়। রাজনীতির ব্যক্তি থেকে প্রশাসনিক আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন।
একটি ট্যাবলোতে রামকৃষ্ণ পরম হংসদেব, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি তৈরি করা হয়েছিল। কার্নিভাল দেখতে ভিড় করেছিলেন এলাকার বহু সাধারণ মানুষজন।
Published By: Suhrid DasPosted: 08:39 PM Oct 04, 2025Updated: 08:43 PM Oct 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
