Advertisement
স্বাধীনতা দিবসে পতাকা তুললেন শাহরুখ, দেশমাতাকে সেলাম দেবের, দেখুন সেলেব অ্যালবাম
কীভাবে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করলেন তারকারা? দেখে নিন।
দেশপ্রেমে বুঁদ ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে টলিউড থেকে বলিউডের তারকারা। টলিউড সুপারস্টার দেব থেকে শাহরুখ খান জানালেন ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এদিন মুম্বইয়ে মন্নতের বারান্দা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন কিং খান। এখানেই শেষ নয়য় ছেলে আব্রামের সঙ্গে এদিন ঝারোখা দর্শন দেন বাদশা। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি।
টলিউড সুপারস্টার দেবও এদিন তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সাদা পাঞ্জাবী কালো জহর কোর্টে সেজে হাতে জাতীয় পতাকা উড়িয়ে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন সুপারস্টার।
তেরঙ্গা হাতে সাদা পোশাকে এদিন সোশাল মিডিয়াতে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নুসরত জাহান।
তেরঙ্গা সাজে সেজে দেশভক্তি তৃণার। সাদা টপ, সবুজ স্কার্ট ও গলায় গেরুয়া ওড়নায় সেজে সোশাল মিডিয়াতে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সোশাল মিডিয়াতে অভিনেতা যশ দাশগুপ্ত। জাতীয় পতাকা হাতে এদিন ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান যশ।
নিজের দেশের সবদিক থেকে উন্নতির জন্য প্রার্থনা করে একটি ভিডিও পোস্ট করে সকলকে এদিন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে দেশের সৈনিকদের সম্মান জানিয়ে ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এদিন শুভেচ্ছা জানিয়েছেন সকলকে 'ড্রিমগার্ল' হেমা মালিনী। ক্যাপশনে তিনি লিখেছেন, 'আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি উদযাপনে আসুন মেতে উঠি।' শুভ স্বাধীনতা দিবস।'
Published By: Arani BhattacharyaPosted: 09:23 PM Aug 15, 2025Updated: 09:40 PM Aug 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
