Advertisement
গৌরবের গালে ঋদ্ধিমার চুমু, দেখুন ছেলে ধীরকে নিয়ে তারকাদম্পতির বালি ডায়েরি
'অবাক চোখে ইন্দোনেশিয়া আবিষ্কারে' গৌরব-ঋদ্ধিমাপুত্র!
ব্যস্ত শিডিউলের ফাঁকে সময় পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়েন টলিপাড়ার অন্যতম মিষ্টি দম্পতি গৌরব-ঋদ্ধিমা। এবারও পুজো মিটতেই একরত্তি ছেলে ধীরকে নিয়ে বালি ভ্রমণে বেরিয়ে পড়েছেন।
খুব ছোটবেলাতেই মা-বাবার সঙ্গে পাহাড়ে গিয়েছিল ধীর। তারপর থাইল্যান্ডের সমুদ্রও উপভোগ করেছে খুদে। এবার 'অবাক চোখে ইন্দোনেশিয়া আবিষ্কারে' গৌরব-ঋদ্ধিমাপুত্র।
সপরিবারে সুইমিং পুলে জলকেলীর মুহূর্ত ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। সেখানেই কখনও ধীরকে দেখা গেল মায়ের সঙ্গে, আবার কখনও বা বাবা গৌরবের সঙ্গে পুলের জলে খেলতে দেখা গেল খুদেকে।
ধীর যখন একটু একটু করে বেড়ে উঠছে, ভ্রমণের মাধ্যমেই মা-বাবা তাঁকে বাস্তব অভিজ্ঞতার পাঠ দিচ্ছেন। ছেলেকে নিয়ে জঙ্গল সাফারিতেও গিয়েছেন গৌরব-ঋদ্ধিমা।
Published By: Sandipta BhanjaPosted: 09:27 PM Oct 08, 2025Updated: 09:27 PM Oct 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
