Advertisement
রূপ-লাবণ্যে অপরূপা শ্যামৌপ্তি, ছবি থেকে চোখ ফেরানো দায়
বর্তমানে 'অমর সঙ্গী' সিরিয়ালে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
মিষ্টি হাসিতে প্রতিবার বাংলা সিরিয়ালের দর্শকদের মন জয় করে নেন শ্যামৌপ্তি মুদলী। এবার তাঁকে দেখা যাচ্ছে 'অমর সঙ্গী' সিরিয়ালে।
অল্প বয়সেই বাংলা টেলিভিশনের দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন শ্যামৌপ্তি। ‘চোখের বালি’, ‘বাজল তোমার আলোর বেণু’, ‘ধ্রুবতারা’র মতো ধারাবাহিকে নজর কেড়েছেন তিনি।
২০২২ ও ২০২৩ সালে 'গুড্ডি' সিরিয়ালে দেখা গিয়েছিল শ্যামৌপ্তিকে। বিপরীতে ছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু। রণজয়ের সঙ্গে একটি মিউজিক ভিডিওর শুটিংও করেছেন অভিনেত্রী। সায়ন্তন দত্তর তোলা এই ছবিটি।
১২ আগস্ট থেকে Zee বাংলা চ্যানেলে শুরু হয়েছে 'অমর সঙ্গী'। নতুন এই ধারাবাহিকে শ্যামৌপ্তির নায়ক নীল ভট্টাচার্য।
Published By: Suparna MajumderPosted: 05:09 PM Aug 13, 2024Updated: 10:06 AM Aug 14, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
