পরিচালক 'কাট' বলার পরও থামেনি চুমু! বলিউড ছবির এই দৃশ্যগুলির কথা জানেন?
03:05 PM Jun 22, 2022 | Suparna Majumder
Advertisement
Tap to expand ক্যামেরার সামনে রোম্যান্স করা মোটেও সহজ কম্ম নয়। বিশেষ করে চুমুর দৃশ্য। তা করতে গিয়েই আবেগের জোয়ারে ভেসে গিয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও জ্যাকলিন ফার্নান্ডেজ। শোনা যায়, 'আ জেন্টলম্যান' ছবিতে পরিচালক 'কাট' বলার পরও চুম্বনে মগ্ন ছিলেন দু'জন।
Tap to expand আলিয়া ভাটের সঙ্গে নতুন সংসার শুরু করেছেন রণবীর কাপুর। তবে বিয়ের বলিউডে 'প্লেবয়' হিসেবে বেশ খ্যাতি ছিল তাঁর। 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিতে ইভলিন শর্মার সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অভিনেতা। পরিচালক অয়ন 'কাট' বলার পরও রোম্যান্স চালিয়ে যান তিনি। শেষে চিৎকার করে রণবীরকে থামান অয়ন।
Tap to expand ২০১৩ সালে মুক্তি পায় রুসলান মুমতাজ, চেতনা পাণ্ডে অভিনীত 'আই ডোন্ট লাভ ইউ'। বক্সঅফিসে তেমন সাফল্য পায়নি ছবিটি। শোনা যায়, নায়িকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিজেকে সামলাতে পারেননি নায়ক রুসলান। বেসামাল হওয়ার জন্য পরে নায়িকার কাছে ক্ষমাও চান তিনি।
Tap to expand অতীতেও এমন ঘটনা বলিউডে ঘটেছে। তা করেছেন বিনোদ খান্না। রটনা, মহেশ ভাটের পরিচালনায় সিনেমার শুটিং করছিলেন বিনোদ খান্না। নায়িকা ছিলেন ডিম্পল কাপাডিয়া। সিন শেষ হয়ে যাওয়ার পরও ডিম্পলকে চুম্বনে ভরিয়ে দিচ্ছিলেন নায়ক। পরিচালকের কোনও কথাই তাঁর কানে যাচ্ছিল না। ঘটনায় অত্যন্ত রেগে যান ডিম্পল। পরে মহেশ ভাট তাঁর কাছে ক্ষমা চান।
Tap to expand এই একই ঘটনা নাকি ঘটে ছিলেন বিনোদ খান্না ও মাধুরী দীক্ষিত অভিনীত 'দয়াবান' সিনেমার সময়। শোনা যায়, আবেগের বশে নাকি মাধুরীর ঠোঁট কামড়ে দিয়েছিলেন অভিনেতা।
Tap to expand 'দ্য গোল্ড মেডেল' ছবিতে অভিনেত্রী ফারায়েলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় নিয়ন্ত্রণ হারিয়েছিলেন প্রেম নাথ। সিরিয়ার বংশোদ্ভূত বলিউড অভিনেত্রীর সৌন্দর্যে তিনি এতটাই মোহিত হয়ে গিয়েছিলেন পরিচালক 'কাট' বলার পরও হুঁশ ছিল না তাঁর। ক্ষুব্ধ হয়েছিলেন নায়িকা