Advertisement
দর্শনার রূপের দর্পণ, সাদা-কালো পোশাকের জাদুতে নেটপাড়া মাতালেন নায়িকা
এমন রূপেই মন হারিয়েছেন টলিউডের 'মন্টু পাইলট' সৌরভ দাস।
বছরের শুরুতেই নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন দর্শনা বণিক। কখনও সাদা আবার কখনও কালো পোশাকে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। তা দেখেই মুগ্ধ অনুরাগীরা।
পড়াশোনা শেষ করার পর পুরোদমে মডেলিং শুরু করে দেন দর্শনা। সেই সঙ্গে চলতে থাকে বিজ্ঞাপন। বাংলার সিনেমা জগতে নায়িকার সফর শুরু 'আসছে আবার শবর' সিনেমার মাধ্যমে।
'আমি আসবো ফিরে', 'নেটওয়ার্ক', 'ষড়রিপু ২: জতুগৃহ'র মতো একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন দর্শনা। ইমরান হাশমি অভিনীত 'দিব্যুক' সিনেমায় দেখা যায় দর্শনাকে।
তামিল, তেলুগু, বাংলাদেশি সিনেমাতেও অভিনয় করেছেন দর্শনা। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর টলিউডের 'মন্টু পাইলট' সৌরভ দাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী।
Published By: Suparna MajumderPosted: 04:24 PM Jan 08, 2025Updated: 04:25 PM Jan 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
