'জ্বালিয়ে পুড়িয়ে...', নিন্দুকদের চ্যালেঞ্জ করে বিন্দাস এনা
একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।
Tap to expand
'ভিক্টোরিয়াজ' সিক্রেট' (জনপ্রিয় ফ্যাশন সংস্থা) পরেই যেন নিন্দুকদের জ্বালিয়ে-পুড়িয়ে দিলেন এনা সাহা। সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন নিজের এই নতুন ছবি।
Tap to expand
এক নয়, একাধিক ছবি নিজের অনুরাগীদের জন্য পোস্ট করেছেন এনা। ক্যাপশনে দিয়েছেন মনের যাবতীয় 'মন্দ' ভাবনাকে জ্বালিয়ে দেওয়ার বার্তা।
Tap to expand
নিন্দুকদের এক হাত নিয়েই আবার অভিনেত্রী-প্রযোজক নিজেকে হাওয়ার সঙ্গে তুলনা করেছেন। যেন হাওয়ার মতোই চঞ্চল মন তাঁর, সর্বত্র অবাধ বিচরণ।
Tap to expand
এনার এই সাজের স্টাইলিংয়ের দায়িত্ব সামলেছেন সম্পূর্ণা দে। মেকআপ সায়নী ধরের। হেয়ার স্টাইল শুভ প্রামাণিকের। ছবিগুলো তুলেছেন সায়ন দে।
Tap to expand
‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কউ’, ‘বন্ধন’-এর মতো একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন এনা। সিনেমায় এনার সফর শুরু হয় ‘আমি আদু’ সিনেমার মাধ্যমে।
Tap to expand
অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ময়দানেও পা রেখেছেন এনা। ‘চিনে বাদাম’, ‘SOS কলকাতা’র মতো সিনেমা তৈরি হয়েছে তাঁর প্রযোজনায়। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 04:47 PM Sep 03, 2024Updated: 04:58 PM Sep 03, 2024
একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।