-
- ফটো গ্যালারি
- Here are some monsoon special hot pics of barkha bisht
বরখার বৃষ্টি! দাবার ছকে ভেজা শরীর, নতুন খেলা নায়িকার
বৃষ্টিস্নাত এই ছবিতেই বর্ষার মরশুমকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী।
Tap to expand
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। সিনেমা-ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করেন। তবে বর্ষার এই বৃষ্টিতে বরখা বিস্ত যেন মুক্ত বিহঙ্গ।
Tap to expand
বৃষ্টিস্নাত এই শরীরের শোভায় বর্ষার মরশুমকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী। দাবার ছকেই যেন মনের খেলায় মেতেছেন।
Tap to expand
কলকাতায় বড় হওয়া বরখার। অভিনেত্রীর বাবা ছিলেন সেনাবাহিনীতে। তবে বরখার চোখে ছিল গ্ল্যামার দুনিয়ার স্বপ্ন।
Tap to expand
'MTV'-র 'কিতনি মস্ত হ্যায় জিন্দেগি' শোয়ের মাধ্যমে হিন্দি টেলিভিশনে কেরিয়ার শুরু করেন বরখা। এর পর 'কসৌটি জিন্দেগি কে'র দিয়া হিসেবে দেখা যায় তাঁকে।
Tap to expand
'কাব্যঞ্জলি', 'ক্যায়সা ইয়ে প্যায়ার হ্যায়', 'প্যায়ার কে দো নাম: এক রাধা, এক শ্যাম'-এর মতো বহু সিরিয়ালে অভিনয় করেছেন বরখা।
Tap to expand
'প্যায়ার কে দো নাম' সিরিয়ালেই বরখার বিপরীতে ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এই সিরিয়ালের সেটেই নাকি প্রেমে পড়েন দুজন।
Tap to expand
২০০৮ সালে ইন্দ্রনীল ও বরখার বিয়ে হয়। দুজনের একমাত্র মেয়ে মীরার জন্ম হয় ২০১১ সালে। ২০২২ সালে বরখা-ইন্দ্রনীলের বিচ্ছেদ হয়।
Tap to expand
'দুই পৃথিবী', 'আমি সুভাষ বলছি', 'ভিলেন', 'ব্ল্যাক'-এর মতো বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন বরখা। আগামীতে নায়িকাকে দেখা যাবে দেবের 'খাদান' সিনেমায়। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 04:11 PM Jul 03, 2024Updated: 04:38 PM Jul 03, 2024
বৃষ্টিস্নাত এই ছবিতেই বর্ষার মরশুমকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী।