-
- ফটো গ্যালারি
- এক নজরে
- Here are some pictures of dhanashree verma amid amidst rumours with yuzvendra chahal
চাহালের সঙ্গে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে, উষ্ণ ছবিতে নেটপাড়া কাঁপাচ্ছেন ধনশ্রী
২০২০ সালে চাহাল-ধনশ্রী সাত পাকে বাঁধা পড়েন।
Tap to expand
২০২০ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন। বিয়ের চার বছরেই যুজবেন্দ্র চাহাল-ধনশ্রী ভার্মা বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এদিকে সোশাল মিডিয়ায় বেশ বিন্দাস অভিনেত্রী।
Tap to expand
অনুষ্কা-আথিয়াদের থেকে ধনশ্রীর গ্ল্যামার কোনও অংশে কম নয়। এমনই মত তাঁর অনুরাগীদের। ডাক্তারি পাশ করেছেন ধনশ্রী। ইউটিউব চ্যানেলও রয়েছে তাঁর।
Tap to expand
যেমন অভিনয় করেন, তেমনই ভালো গানের গলা ধনশ্রীর। রিয়ালিটি শো 'ঝলক দিখলা যা'তেও দেখা গিয়েছিল তাঁকে। ধনশ্রীকে উৎসাহ দিতে যুজবেন্দ্রও গিয়েছিলেন শোয়ে।
Tap to expand
চাহাল-ধনশ্রীর সুখের সংসারে ভাঙনের জল্পনা গত বছরই শোনা গিয়েছিল। সেই জল্পনাকে উসকে দিয়ে নাকি নতুন বছরে সোশাল মিডিয়া থেকে ধনশ্রীর সমস্ত ছবিই সরিয়ে ফেলেছেন ভারতীয় স্পিনার।
Tap to expand
ধনশ্রীও ইনস্টাগ্রামে চাহালকে আনফলো করে দিয়েছেন বলে রটনা। যদিও তিনি এখনও পর্যন্ত চাহালের সঙ্গে পোস্ট করা কোনও ছবি ডিলিট করেননি। এহেন পরিস্থিতিতে দম্পতির ঘনিষ্ঠমহলের দাবি, গুঞ্জন নয়। সত্যিই নাকি বিচ্ছেদের চিন্তাভাবনা চলছে। ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 04:32 PM Jan 05, 2025Updated: 04:32 PM Jan 05, 2025
২০২০ সালে চাহাল-ধনশ্রী সাত পাকে বাঁধা পড়েন।