-
- ফটো গ্যালারি
- Here are some sizzling pictures of actress mithila palkar
গরমে আগুন শরীর, কাজলের অনস্ক্রিন মেয়ে মিথিলার এই বোল্ড ছবিগুলো দেখেছেন?
বৈশাখী গরমের তোয়াক্কা একেবারেই করছেন না অভিনেত্রী।
Tap to expand
বৈশাখী গরমের তোয়াক্কা একেবারেই করছেন না মিথিলা পালকর। তাই তো কড়া রোদ গায়ে মেখেই দিচ্ছেন উষ্ণ শরীরের ছ্যাঁকা।
Tap to expand
মারাঠি পরিবারে জন্ম মিথিলার। ছোটবেলা থেকে দাদু-দিদার কাছে মানুষ হয়েছেন। পরিবারে পড়াশোনার চলই বেশি। তবে মিথিলার টান অভিনয়ে।
Tap to expand
মিথিলার অভিনয়ে আসা নিয়ে প্রবল আপত্তি ছিল তাঁর দাদুর। কিন্তু মেয়ে তো মানবার পাত্রী নন। মারাঠি শর্টফিল্ম দিয়ে অভিনয় সফর শুরু করে দেন।
Tap to expand
২০১৫ সালে মুক্তি পাওয়া 'কাট্টি বাট্টি' সিনেমায় ইমরান খান অভিনীত চরিত্র মাধবের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন মিথিলা। ছবি বক্স অফিসে ব্যর্থ হয়।
Tap to expand
এর পর এক থিয়েটার ফেস্টিভ্যালে ধ্রুব সেহগলের সঙ্গে দেখা হয় মিথিলার। ফল, রোম্যান্টিক সিরিজ 'লিটিল থিংস'। রাতারাতি হিট ধ্রুব আর মিথিলার জুটি।
Tap to expand
'লিটিল থিংস'-এর সাফল্যের পর আর মিথিলাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একাধিক হিন্দি, মারাঠি সিনেমায় অভিনয় করেছেন। 'ত্রিভাঙ্গা' সিনেমায় হয়েছেন কাজলের অনস্ক্রিন মেয়ে।
Tap to expand
সিনেমা, সিরিজের পাশাপাশি সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় মিথিলা। নিজের জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 08:59 PM Apr 20, 2024Updated: 09:09 PM Apr 20, 2024
বৈশাখী গরমের তোয়াক্কা একেবারেই করছেন না অভিনেত্রী।