Advertisement
যৌবনের অলঙ্কার নিয়ে বলিউডের ‘গজগামিনী’ অদিতি, নায়িকার এই ছবিগুলো দেখেছেন
হায়দরাবাদের অভিজাত পরিবারের সন্তান বলিউডের এই নায়িকা।
এক দৃশ্যেই সুপারহিট। সঞ্জয় লীলা বনশালির 'হীরামাণ্ডি' সিরিজে নিজের 'গজগামিনী' চালে অনুরাগীদের মুগ্ধ করেছেন অদিতি রাও হায়দরি।
যেমন অভিনয়, তেমনই সৌন্দর্য। বলিউডের এই সুন্দরী নায়িকা হায়দরাবাদের অভিজাত পরিবারের সন্তান। অদিতির বাবা এহসান হায়দরি হায়দরাবাদের প্রধানমন্ত্রী আকবর হায়দারির (প্রাক-স্বাধীনতার সময়ে) নাতি।
সুন্দর গান গাইতে পারেন অদিতি। এই কণ্ঠ তিনি মায়ের কাছ থেকে পেয়েছেন। অভিনেত্রীর মা বিদ্যা রাও শাস্ত্রীয় সঙ্গীতের জগতের উজ্জ্বল নক্ষত্র।
নৃত্যশিল্পী লীলা স্যামসনের কাছে দীর্ঘ দিন ভরতনাট্যম শিখেছেন অদিতি। সুতরাং সুর, তাল ও ছন্দ বেশ ভালোভাবেই আয়ত্ত করেছেন তিনি। সেই জ্ঞানই যেন 'হীরামাণ্ডি'তে উজাড় করে দিয়েছেন।
Published By: Suparna MajumderPosted: 06:41 PM May 27, 2024Updated: 06:41 PM May 27, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ