Advertisement
দু'চাকা কেনার প্ল্যান? জুলাইতেই বাজারে আসছে নতুন দু’টি ইলেকট্রিক স্কুটার, জেনে নিন ফিচার
বর্তমানে Vida V2 সিরিজে তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে – V2 Lite, V2 Plus এবং V2 Pro।
আগামী ১ জুলাই বাজারে নতুন ইলেকট্রিক স্কুটার আনতে চলেছে হিরো। দু’টি নতুন মডেলের ই-স্কুটার বাজারে আনা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। বর্তমান সময়ে ই-স্কুটারের চাহিদা বাড়ার কারণেই এমন সিদ্ধান্ত বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন যেসব মডেল বাজারে আসতে চলেছে সেগুলি আরও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। পাশাপাশি ইলেকট্রিক মোবিলিটির বিস্তার ঘটাতে সাহায্য করবে। যদিও আপতত এই দু¹টি নতুন মডেল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
বর্তমানে Vida V2 সিরিজে তিনটি ভ্যারিয়েন্ট বাজারে রয়েছে। যেগুলি হল V2 Lite, V2 Plus এবং V2 Pro। এবার আরও দু’টি নতুন মডেলের স্কুটার বাজারে আনতে চলেছে হিরো।
বর্তমানে প্রতি মাসে প্রায় ৭,০০০টি Hero Vida ইলেকট্রিক স্কুটার উৎপাদিত হয়। নতুন দু’টি মডেল বাজারে এলে মাসিক উৎপাদন সংখ্যা ১৫,০০০ ইউনিট পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
Published By: Gopi Krishna SamantaPosted: 07:59 PM May 25, 2025Updated: 08:15 PM May 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
