Advertisement
টলি-বলি থেকে ক্রীড়াদুনিয়া, গণপতি উৎসবে মাতোয়ারা তারকারা, লাইমলাইট কাড়লেন কোন স্টারকিডরা?
আড়াই বছরের বিপাশাকন্যা গড়ল 'মাটির গণু', তৈমুরের পুজোপাঠ! দেখুন সেলেবদের গণেশ চতুর্থী কড়চা।
গণপতি উৎসবের আবহে জমজমাট মায়ানগরী। সেজে উঠেছে মুম্বইয়ের অলি-গলি। সেলেবদের পাশাপাশি তাঁদের সন্তানরাও মেতে উঠেছে গণপতির আরানায়। বিপাশা বসুর আড়াই বছর বয়সি মেয়ে 'দেবী' গড়ল মাটির মূর্তি।
পতৌদিদের শদগুরু শরণে গণপতি আরাধনায় মগ্ন সইফ-করিনার সন্তান তৈমুর। রইল সোহা আলি খানের বাড়ির পুজোর ছবি।
বাবা গুরুপদ অধিকারীর সঙ্গে গণেশ চতুর্থী উদযাপন দেবের। এদিকে শুভ দিনেই রঘু ডাকাত-এর নতুন গান প্রকাশ্যে এনেছেন টলিউড তারকা।
বাড়ির গণেশ পুজোয় সস্ত্রীক সোনু সুদ। মাসখানেক আগেকার দুর্ঘটনার চিহ্ন সোনুপত্নীর চেহারায় স্পষ্ট। সঙ্গে দুই ছেলেও রয়েছে।
মিমি শহর থেকে দূরে থাকলেও তাঁর বাড়ির গণেশ ঠাকুর নতুন পোশাকে সেজেছেন। অন্যদিকে কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতেও চতুর্থীর পুজো সম্পন্ন। এদিকে নুসরত জাহানকে ছাড়াই গণেশপুজো যশের।
ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ তাঁর বান্ধবীর আকৃতি আগরওয়ালের সঙ্গে গণেশ চতুর্থী উপলক্ষে একটি ছবি পোস্ট করেছেন। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 'আপনাকে এবং আপনার পরিবারকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। গণপতি বাপ্পা মোরিয়া।' (ছবি- ইনস্টাগ্রাম)
লিটল মাস্টার শচীন তেণ্ডুলকর গণেশ চতুর্থীর শুভেচ্ছাবার্তা দিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি বাড়ির গণেশ পুজোর একটি ভিডিও পোস্ট করে লেখেন, 'উৎসবগুলি আরও বিশেষ মনে হয় যখন সবাই একসঙ্গে, ঐতিহ্য মেনে নিষ্ঠাভরে পারিবারের সঙ্গে উদযাপন করে। গণপতি বাপ্পা মোরিয়া।' ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব গণেশ চতুর্থীতে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে স্ত্রী দেবীশা শেট্টির সঙ্গে ছবি পোস্ট করে সূর্য লিখেছেন, 'গণপতি বাপ্পা মোরিয়া'।
Published By: Sandipta BhanjaPosted: 09:15 PM Aug 27, 2025Updated: 09:15 PM Aug 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
