Advertisement
'ভাইয়ের জন্য জীবন দেব' রাহুলের সঙ্গে বিবাদ জল্পনায় ইতি টানলেন প্রিয়াঙ্কা, সত্যি কলহ ছিল কি?
কেন প্রিয়াঙ্কার পুরনো ভিডিও প্রকাশ্যে আনতে হল কংগ্রেসকে?
বিরাট অন্তর্কলহে জর্জরিত কংগ্রেস। নিজেদের মধ্যে লড়াই করছেন খোদ গান্ধী পরিবারের দুই সদস্য প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী, কিছুদিন আগেই দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা রবনীত সিং বিট্টু। তাঁর দাবি, প্রিয়াঙ্কার সঙ্গে তুলনা মেনে নিতে পারছেন না রাহুল। সেকারণেই সংসদের অধিবেশন চলাকালীন তিনি চলে গিয়েছেন জার্মানিতে।
পরে আর এক কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও একই ধরনের মন্তব্য করেছেন। তিনিও দাবি করেছেন, কংগ্রেসের অন্দরে সবকিছু ঠিক নেই। তাঁর ধারণা, গান্ধীদের দুই ভাই-বোন নিজেদের মধ্যে ঝগড়া করছেন। কংগ্রেস নেতারাও তাতে ইন্ধন দিচ্ছেন। উদ্দেশ্য, সম্ভবত গান্ধী পরিবারের দুই সদস্যের মধ্যে 'কাল্পনিক' বিবাদের পরিস্থিতি তৈরি করে দেওয়া, যাতে সমর্থকদের মধ্যে চিড় ধরে।
পরিবারে বিবাদের জল্পনা আরও বেড়েছে সংসদ অধিবেশনের পর। রাহুলের অনুপস্থিতিতে কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন প্রিয়াঙ্কা। বন্দে মাতরম নিয়ে তাঁর ভাষণ রীতিমতো নজর কেড়েছে। অধিবেশনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজনাথ সিংদের সঙ্গে চায়ের আসরেও বসেছিলেন তিনি। শাসক-বিরোধী সেই সৌজন্যর চিত্রও পছন্দ রাজনৈতিক মহলের। রাহুলের আমলে যা অভাবনীয়।
দলে প্রিয়াঙ্কার জনপ্রিয়তা যে বাড়ছে সেটা বোঝা যায় কংগ্রেসের একাধিক নেতার কথাতেও। ওড়িশার এক কংগ্রেস বিধায়ক সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দাবি করেন প্রিয়াঙ্কাকেই দলের সভাপতিত্বের ভার দেওয়া হোক। আবার উত্তরপ্রদেশের সাংসদ ইমরান মাসুদ প্রিয়াঙ্কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। অথচ কংগ্রেসের অঘোষিত নীতি অনুযায়ী, প্রিয়াঙ্কার থাকার কথা আড়ালে, আর রাহুল সামনে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠা শুরু করে দুই ভাই-বোনের মধ্যে সবটা ঠিক চলছে তো।
কংগ্রেসের গোষ্ঠীকোন্দল, নেতাদের নিজেদের খেয়োখেয়ি সর্বজনবিদিত। একেবারে তৃণমূল স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত, গোষ্ঠীকোন্দলের জন্য বহু নির্বাচনে লোকসান হয়েছে কংগ্রেসের। রাজনৈতিক কেরিয়ার জলাঞ্জলি দিতে হয়েছে বহু নেতাকে। তবে এসবের আঁচ এ পর্যন্ত গান্ধী পরিবারের অন্দরে পড়েনি।
অন্তত সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে কোনওরকম সংঘাত রয়েছে, তেমন কোনও প্রমাণ বা জল্পনাও এ পর্যন্ত শোনা যায়নি। যদিও বিজেপি দীর্ঘদিন ধরে দুই গান্ধীর মধ্যে মিল নেই বলে দাবি করে আসছে।
রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। গান্ধী পরিবারের দুই সন্তানের মধ্যে বরাবরের সুসম্পর্ক। রাজনীতির লড়াইয়ে যেখানে বহু পরিবারের অন্দরে ফাটল ধরেছে, ভাইয়ে-ভাইয়ে, ভাইয়ে-বোনে ক্ষমতা দখলের লড়াই চলেছে, সেখানে রাহুল গান্ধী-প্রিয়াঙ্কা গান্ধী ব্যতিক্রমী।
তাঁদের সৌহার্দ্যের ছবি বারবার প্রকাশ্যেও দেখা গিয়েছে। কখনও প্রকাশ্যে আলিঙ্গন, কখনও স্নেহচুম্বন। এসব ক্যামেরাবন্দিও হয়েছে। যখনই কোনও একজনের উপর আক্রমণ এসেছে, তখনই আর একজন পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এসবের পরও বিজেপি তথা দলের অন্দরে ভাই-বোনের বিবাদের যে জল্পনা ছড়িয়েছে, তাতে দলের ক্ষতি, বুঝে গিয়েছে হাত শিবির।
ভাই-বোনের বিবাদ জল্পনায় ইতি টানতে একটি ভিডিও কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। তাতে প্রিয়াঙ্কা স্পষ্ট বলছেন, "ভাই বোনের মধ্যে বিবাদ কী বলছেন, আমি আমার ভাইয়ের জন্য প্রাণ দিয়ে দিতে পারি। আর আমার ভাই-ও আমার জন্য প্রাণ দিতে পারে।" এই ভিডিও-টি অবশ্য পুরনো। কংগ্রেস বলছে, তাতে কী, ভাই-বোনের ভালোবাসা কখনও পুরনো হয় নাকি।
Published By: Subhajit MandalPosted: 02:52 PM Dec 27, 2025Updated: 02:52 PM Dec 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
