Advertisement
ভেঙে দু'টুকরো হবে ভারত! মাটির গভীরে আলোড়ন, বাড়ছে আশঙ্কা
ভারতীয় টেকটনিক প্লেটে ফাটল!
ভেঙে দু'টুকরো হয়ে যেতে পারে ভারত। এমন আশঙ্কাই ক্রমশ জোরালো হচ্ছে। আসলে হিমালয়ের গভীরে ভূগর্ভে ভারতীয় টেকটনিক প্লেট ভেঙে যাচ্ছে। আর সেই কারণেই বড়সড় বিপর্যয় নেমে আসতে চলেছে। এমনই দাবি গবেষকদের।
চিনের ওসেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৩ সালে ভারতীয় টেকটনিক প্লেটের উত্তরাংশ নিয়ে গবেষণার সময়ই তাঁরা বিস্মিত হয়ে যান। দেখা যায় ভারতীয় টেকটনিক প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে ক্রমশ। কেবল ঢুকেই যাচ্ছে না, তা আক্ষরিক অর্থেই ছিঁড়ে যাচ্ছে। ফলে এক বড়সড় ভৌগোলিক পরিবর্তনের মুখে দেশ।
তিব্বতের নিচে ১০০ কিলোমিটার গভীর অংশে দুই অংশে বিভক্ত হয়ে যেতে পারে ভূখণ্ড। নতুন তথ্য এমন দিকই তুলে ধরছে।
চিনা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ লিন লিউয়ের নেতৃত্বে এক গবেষক দল দীর্ঘ সময় ধরে গবেষণা চালাচ্ছে দক্ষিণ তিব্বতে। বিজ্ঞানীরা দাবি করেছেন, এই মুহূর্তে ভারতীয় টেকটনিক প্লেট ‘ডিলেমিনেশন’ প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। দেখা যাচ্ছে গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যদিও বহু অংশ অবিকৃত অবস্থাতেও রয়েছে।
সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দুই ভাগে ভেঙে যেতে পারে দেশ! এর প্রভাব পড়বে হিমালয়ের উপরও। মনে রাখতে হবে হিমালয়ের জন্মও ভারতীয় ও ইউরেশিয়ার প্লেটের ধাক্কাধাক্কিতেই হয়েছিল।
জানা গিয়েছে, তিব্বতের ভূগর্ভস্থ জলে হিলিয়াম-৩ গ্যাসের সন্ধানও মিলেছে। যা ভূ-অভ্যন্তরে ঘটে যাওয়া পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে।
Published By: Biswadip DeyPosted: 04:31 PM Nov 15, 2025Updated: 04:31 PM Nov 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
