Advertisement
হৈমন্তিকার আরাধনায় এবার শিলিগুড়ির আর্কষণ ডিজনিল্যান্ড! ৭ দিন চলবে পুজো
পুজো চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।
দুর্গা, কালীপুজো, ভাইফোঁটা কাটিয়ে হৈমন্তিকার আরাধনায় মেতেছে বাঙালি। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর আরাধনায় ব্যস্ত দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। মূলত নদিয়ার কৃষ্ণনগরে এই পুজো শুরু হলেও, চন্দননগরের পর আজ তা ছড়িয়ে পড়েছে বাংলার অনেকাংশেই।
দক্ষিণবঙ্গের পাশাপাশি একযুগের বেশি সময় ধরে উত্তরবঙ্গের শিলিগুড়ির ওল্ড মাটিগাড়ার আলিঙ্গন ক্লাব মহা ধুমধাম করে জগদ্ধাত্রীর আরাধনা করে চলেছে। ১৬তম বর্ষে তাদের থিমের নাম 'বিনোদন'।
শিলিগুড়ির ওল্ড মাটিগাড়ার আলিঙ্গন ক্লাবের ময়দানে তৈরি হচ্ছে দুর্গাপুজোয় দমদমের শ্রীভূমি করা 'ডিজনিল্যান্ড'। সেই রং, আলো ও সৃজনশৈলীর মেলবন্ধনে তৈরি হয়েছে এক ভিন্ন জগৎ। পুজোর দিনগুলিতে পালিত হবে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি।
২৬ তারিখ রবিবার পুজো মণ্ডপের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উপস্থিত থাকবেন আরও বহু বিশিষ্ট অতিথিরা। পুজো চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।
বাংলায় সাধারণত একদিনেই দেবীর আরাধনা করা হয়। এখানেও দেবী আরাধনা একদিনেই। কিন্তু পুজোকে কেন্দ্র করে মেলা, বিভিন্ন অনুষ্ঠান চলবে সাতদিন ধরে।
Published By: Subhankar PatraPosted: 04:24 PM Oct 26, 2025Updated: 06:33 PM Oct 26, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
