Advertisement
শ্রীকৃষ্ণ আরাধনায় টলিউড থেকে বলিউড, দেখে নিন সেলেবদের জন্মাষ্টমী উদযাপনের ছবি
কীভাবে কাটল তারকাদের জন্মাষ্টমী? দেখুন ছবিতে।
বাড়িতে জমজমাট জন্মাষ্টমীর উদযাপনে মাতলেন অভিনেত্রী নুসরত জাহান। ভোগপ্রসাদ থেকে জমকালো সাজপোশাকে এদিন নিজের বাড়ির গোপালকে সাজিয়ে তুলেছেন অভিনেত্রী। গোপাল আরাধনার আগে নিজেও সেজে উঠেছেন অভিনেত্রী।
এক্কেবারে শেরওয়ানিতে সেজে শ্রী কৃষ্ণ আরাধনায় মজলেন অভিনেতা যশ দাশগুপ্ত। নুসরতের সঙ্গে এদিন জন্মাষ্টমী উদযাপন করেছেন অভিনেতা যশ।
মেয়ে কৃষভির প্রথম জন্মাষ্টমী। আর এদিন তাকেই কৃষ্ণরূপে সাজিয়ে মিষ্টি এক ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে জন্মাষ্টমী উদযাপনের মুহূর্ত ভাগ করে নেন কাঞ্চনঘরনি শ্রীময়ী চট্টরাজ।
কৃষ্ণ প্রেমে মজে অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন পুজো ও গোপালের সাজের একটা ছোট ঝলক ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়ে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন সকলকে অভিনেত্রী।
বাড়িতে জমকালো আয়োজন জন্মাষ্টমীর। আরাধনায় কোনও ত্রুটি নেই। নিজের বাড়ির গোপালকে সুন্দর করে সাজিয়ে নিজে সুন্দর করে সেজে এদিন জন্মাষ্টমীর পুজো সারলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
Published By: Arani BhattacharyaPosted: 09:01 PM Aug 16, 2025Updated: 09:05 PM Aug 16, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
