Advertisement
এক লক্ষ নতুন ব্লেডে তৈরি কালীপ্রতিমা, নদিয়ার এই ক্লাবে এবারের ভাবনা 'কোমল গান্ধার'
মণ্ডপের চারপাশ সাজানো হয়েছে কয়েক হাজার ইলেকট্রিক প্রদীপে।
এক লক্ষ নতুন ব্লেড দিয়ে তৈরি কৃষ্ণকালী মাতার মূর্তি। নদিয়ার আড়ংঘাটার ইয়ংস্টার ক্লাব এবার এই অভিনব ভাবনায় দেবীর মূর্তি তৈরি করেছে। মণ্ডপ তৈরিতেও শিল্পের রয়েছে। তথ্য ও ছবি: সঞ্জিত ঘোষ।
মণ্ডপের চারপাশ সাজানো হয়েছে কয়েক হাজার ইলেকট্রিক প্রদীপে। আরংঘাটা এই স্কুলমাঠের এই পুজো ঘিরে প্রতি বছরই দর্শক সমাগত হয়ে থাকে। মণ্ডপ ও প্রতিমায় বেশ কয়েক বছর ধরেই চমক থাকছে। তথ্য ও ছবি: সঞ্জিত ঘোষ।
এবার প্রতিমা তৈরি হয়েছে ব্লেড দিয়ে। এক লক্ষ ব্লেড প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে। বর্ধমানের কালনার শিল্পী গত পাঁচমাস ধরে এই প্রতিমা তৈরি করেছেন। তথ্য ও ছবি: সঞ্জিত ঘোষ।
এবার এই পুজোর থিম 'কোমল গান্ধার'। মণ্ডপ ও প্রতিমা সকলেরই নজর কেড়েছে। শিল্পের সূক্ষ্মতা আর ভক্তির গভীরতা মিলেমিশে এক অসাধারণ রূপ নিয়েছে এখানে। তথ্য ও ছবি: সঞ্জিত ঘোষ।
শনিবার এই পুজোর উদ্বোধন করেছেন টলিউড অভিনেত্রী রত্নপ্রিয়া। গোটা এলাকা আলোর রোশনাইয়ে ভরিয়ে তোলা হয়েছে। উদ্বোধনের পরই মণ্ডপ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। তথ্য ও ছবি: সঞ্জিত ঘোষ।
Published By: Suhrid DasPosted: 07:26 PM Oct 19, 2025Updated: 07:28 PM Oct 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
