Advertisement
নাইটদের এভারেস্ট জয়! 'সুপারফ্যানে'র কৃতিত্বে গর্বিত কেকেআর, দেখুন ছবি
জাতীয় পতাকার সঙ্গে তিনি উড়িয়েছেন কেকেআরের পতাকাও।
নাইটদের এভারেস্ট জয়! এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে গেলেন কেকেআরের 'সুপারফ্যান' অশোক চক্রবর্তী। প্রতিকূল পরিস্থিতির মধ্যে তিনি বেস ক্যাম্পে পৌঁছে জাতীয় পতাকার সঙ্গে উড়িয়েছেন কেকেআরের পতাকাও।
অশোক চক্রবর্তী নবদ্বীপের বাসিন্দা। কলকাতা নাইট রাইডার্সের প্রতি তাঁর অনন্য টান। ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রত্যেক ম্যাচেই সশরীরে হাজির হন তিনি। তাঁর সারা শরীরে থাকে বেগুনি রং। সঙ্গে নেন পতাকা এবং শঙ্খ।
দলের প্রতি এমন টান দেখে অশোককে বিনামূল্যে ম্যাচ দেখার জন্য 'গোল্ডেন টিকিটে'র ব্যবস্থা করে দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। সেই তিনি এখন পৌঁছে গেলেন এভারেস্টের বেস ক্যাম্পে।
স্টেডিয়াম এবং শহরের সীমানা ছাড়িয়ে কেকেআর-কে অন্য উচ্চতায় নিয়ে গেলেন। ১৯ অক্টোবর এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছিলেন তিনি। পতাকা তো বটেই, দলের জার্সিও বহন করেছিলেন তিনি।
এই ঘটনায় গর্বিত নাইট রাইডার্স পরিবার। কারণ, তাদের এক 'সদস্য' বেগুনি-সোনালি রঙের আভিজাত্যকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 03:13 PM Oct 29, 2025Updated: 03:13 PM Oct 29, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
