Advertisement
'লাল পরি' কৌশানী, পর্দার 'ঝিমলি'র এই লুক মিস করলে চলবে না
কৌশানীকে এই রূপে দেখে চোখ ফেরানো দায়।
একটু একটু করে ছকভাঙা চরিত্রে ধরা দিচ্ছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। চেনা চরিত্রের বাইরে বেরিয়ে এসে নিজেকে ভাঙছেন তিনি।
ভিন্ন ধারার সিনেমা ও সিরিজে একটু একটু করে পাশও করছেন নায়িকা। গত পুজোয় সবাইকে এক্কেবারে চমকে দিয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করেছিলেন পর্দার 'ঝিমলি'।
এবারেও উইন্ডোজের পুজোর ছবি 'রক্তবীজ ২'তে আয়েশা চরিত্রে দেখা যাবে কৌশানীকে। এই চরিত্রও যে একেবারে অন্যরকম হবে তা আশা করা যাচ্ছে।
তবে 'পূর্ণা আইচ' হোক বা 'ঝিমলি', পর্দায় চরিত্রের স্বার্থে যতই নো মেকআপ লুকে কৌশানী ধরা দিন না কেন, এমনিতে তিনি পরিপাটি করে সাজতেই ভালোবাসেন।
তিনি বরাবর অকপটে স্বীকার করেন যে তিনি বলিউডি ধাঁচে সাজতে ভালবাসেন। আর এবার নেটপাড়ায় তাঁর আরও এক ফটোশুটের ছবি বেশ প্রসংশিত।
Published By: Arani BhattacharyaPosted: 09:36 PM Aug 26, 2025Updated: 09:37 PM Aug 26, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
