Advertisement
ভ্যাকেশন মুডে কৌশানী, কোথায় গেলেন নায়িকা?
ছুটির মেজাজে কৌশানী, সঙ্গী হলেন কে?
কৌশানী মুখোপাধ্যায়ের পায়ের তলায় রীতিমতো সরষে। একটু সময় বের করতে পারলে ছুটি কাটাতে চলে যান অভিনেত্রী।
ফের বনিকে সঙ্গী করে এবার থাইল্যান্ডে সফরে কৌশানী। সেখানে ভ্রমণের ফাঁকে তোলা বিভিন্ন মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন নায়িকা।
কৌশানীর ফিল্মি কেরিয়ারের বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। আদ্যোপান্ত কর্মাশিয়াল সিনেমা থেকে ছকভেঙে কখনও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নায়িকা ঝিমলি হিসেবে ছক্কা হাঁকাচ্ছেন তো কখনও বা আবার সৃজিত মুখোপাধ্যায়ের ফ্রেম পূর্ণা অবতারে তাক লাগাচ্ছেন।
এই পুজোতেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'রক্তবীজ ২'। মুক্তির আগে শুরু হবে জোরকদমে ছবির প্রচার। তার আগে নিজের মতো করে সময় কাটাচ্ছেন।
একটু একটু করে ছকভাঙা চরিত্রে ধরা দিচ্ছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। চেনা চরিত্রের বাইরে বেরিয়ে এসে নিজেকে ভাঙছেন তিনি।
ভিন্ন ধারার সিনেমা ও সিরিজে একটু একটু করে পাশও করছেন নায়িকা। গত পুজোয় সবাইকে এক্কেবারে চমকে দিয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করেছিলেন পর্দার 'ঝিমলি'।
বর্তমানে শুধু একটা ফর্ম্যাট খেলেন তিনি। আগামী অক্টোবর মাসে রোহিতের অস্ট্রেলিয়া সিরিজ খেলতে সে দেশে যাওয়ার কথা রয়েছে এখনও পর্যন্ত। তবে তার আগে যথেষ্ট ম্যাচ প্র্যাকটিসের জন্য ভারত 'এ'-র হয়ে অস্ট্রেলিয়া 'এ'-র বিরুদ্ধে খেলেন কি না, সেটা দ্রষ্টব্য।
হালকা মেকআপ, খোলা চুল, কানের পাশে সাজানো লাল গোলাপ। আহা! সপ্তমীর আগুনে লুকে মন মাতানো জয়া আহসান। শুটিং স্থল: দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট, মডেল: অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা জীতু কামাল, শাড়ি এবং ধুতি-পাঞ্জাবি: প্রিয় গোপাল বিষয়ী, ছবি: শিলাদিত্য দত্ত, অলঙ্কার: আর্দামেন্টস, মেকআপ ও হেয়ার: বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার, স্টাইলিং: বিদিশা চট্টোপাধ্যায়, শুটিং কোঅর্ডিনেশন: শম্পালী মৌলিক
বিয়ের পর প্রথম পুজো হলে সপ্তমীতে দম্পতিরা অনায়াসে জীতু-জয়ার মতো সাজতে পারেন। নবদম্পতিদের দারুণ মানাবে এই সাজ। শুটিং স্থল: দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট, মডেল: অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা জীতু কামাল, শাড়ি এবং ধুতি-পাঞ্জাবি: প্রিয় গোপাল বিষয়ী, ছবি: শিলাদিত্য দত্ত, অলঙ্কার: আর্দামেন্টস, মেকআপ ও হেয়ার: বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার, স্টাইলিং: বিদিশা চট্টোপাধ্যায়, শুটিং কোঅর্ডিনেশন: শম্পালী মৌলিক
উৎসবের সাজে জয়া আহসান, জীতু কামালের পোশাক সৌজন্যে প্রিয় গোপাল বিষয়ী। 'এক্সক্লুসিভ' সংবাদ প্রতিদিন-এ। শুটিং স্থল: দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট, মডেল: অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা জীতু কামাল, শাড়ি এবং ধুতি-পাঞ্জাবি: প্রিয় গোপাল বিষয়ী, ছবি: শিলাদিত্য দত্ত, অলঙ্কার: আর্দামেন্টস, মেকআপ ও হেয়ার: বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার, স্টাইলিং: বিদিশা চট্টোপাধ্যায়, শুটিং কোঅর্ডিনেশন: শম্পালী মৌলিক
Published By: Arani BhattacharyaPosted: 08:50 PM Aug 31, 2025Updated: 08:50 PM Aug 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
