Advertisement
শরীরে লাগুক রোদের ছ্যাঁকা, এত গরমেও 'বিকিনি বেব' কুশা কাপিলা
কাজের পাশাপাশি ছুটিও উপভোগ করতে জানেন অভিনেত্রী-কমেডিয়ান।
'ঘোস্ট স্টোরিজ' থেকে 'থ্যাঙ্কিউ ফর কামিং', সব ধরনের সিনেমাতেই স্বতন্ত্র কুশা কাপিলা। অভিনয়ের পাশাপাশি চুটিয়ে রিয়ালিটি শো করেন। তাঁর সাবলীল কমেডি দর্শকদের বেশ পছন্দের।
কাজের পাশাপাশি ছুটিও উপভোগ করতে জানেন কুশা। শরীরে লাগুক রোদের ছ্যাঁকা, তাতে কুছ পরোয়া নেই তারকার। 'শকিং পিঙ্ক' বিকিনি পরে দিব্যি ক্যামেরার সামনে দিয়েছেন পোজ।
দিল্লির পাঞ্জাবি পরিবারে জন্ম কুশার। পড়াশোনা ফ্যাশন নিয়ে। বেশ কিছুদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ফ্যাশন এডিটর হিসেবে কাজ করেন।
Published By: Suparna MajumderPosted: 02:35 PM Apr 27, 2024Updated: 02:38 PM Apr 27, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
