Advertisement
কিস্তিমাত কঙ্গনার, রামরাজ্যে 'রাম'ই ভরসা, দেশের তারকারা কে কোথায় জিতলেন, হারলেন?
একনজরে দেখে নিন দেশের তারকাপ্রার্থীদের চালচিত্র।
বলিউডে না পারলেও ভোটের ময়দানে 'নেপোকিড' বিক্রমাদিত্য সিংকে কিস্তিমাত ক্যুইন কঙ্গনা রানাউতের। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিপুল ভোটে জয়ী হিমাচল প্রদেশের ভূমিকন্যা। মাণ্ডি কেন্দ্রের জনতা জনাদর্নকে ধন্যবাদ অভিনেত্রীর।
রামের ছবি বুকে আঁকড়ে প্রচার করেছিলেন অরুণ গোভিল। মীরট থেকে পদ্ম শিবিরের টিকিটে জিতলেন টেলিপর্দার রাম। সমাজবাদী পার্টির সুনীতা বর্মাকে পরাস্ত করে রামরাজ্য রায় দিল অরুণের পক্ষেই। ১০ হাজার ভোটে জিতলেন 'রাম'।
মথুরা লোকসভা কেন্দ্রে জয়ী হিসেবে হ্যাটট্রিক করলেন হেমা মালিনী। বিরাট মার্জিনে জিতে প্রবীণ অভিনেত্রী নিজেকে 'কৃষ্ণের গোপী' বলে দাবিও করেছেন।
গোরক্ষপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দেড় লক্ষেরও বেশি ভোটে জিতলেন রবি কিষেণ। সমাজবাদী পার্টির কাজাল নিষাদ, বহুজন সমাজ পার্টির জাভেদ আশরফকে হারিয়ে জয়ী ভোজপুরী সুপারস্টার। ২০১৯ সালে ৩ লক্ষেরও বেশি মার্টিনে ভোটে জিতে সাংসদ হয়েছিলেন রবি।
মনোজ তিওয়ারি উত্তর-পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র থেকে ১ লক্ষ ৩৭ হাজার ভোটে জিতলেন। কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমারকে হারিয়ে জয়ী গায়ক তথা অভিনেতা।
Published By: Sandipta BhanjaPosted: 08:32 PM Jun 04, 2024Updated: 08:32 PM Jun 04, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
