Advertisement
আগের প্রেমের পরিণতি ভয়ংকর! ভারতীয় ক্রিকেটের 'হার্টথ্রব' অভিষেকের হৃদয়ে নতুন 'লায়লা' কে?
অভিষেকের পরিবারের সঙ্গেও যথেষ্ট ঘনিষ্টতা কাশ্মীরি মুসলিম কন্যার।
এশিয়া কাপে স্বপ্নের ফর্মে ছিলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছেন। অভিষেককে নিয়ে তো আলোচনা হচ্ছেই, তার সঙ্গে চর্চায় উঠে এসেছে আরেকটা নাম- লায়লা ফয়জল। ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে যাঁর সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে।
গোটা টুর্নামেন্টে ৩১৪ রান করেছেন। স্ট্রাইক রেট ২০০। ১৩ লক্ষ ও গাড়ি পেয়েছেন। এশিয়া কাপ শেষ হওয়ার পর অভিষেকের ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ তুঙ্গে। এর আগের সম্পর্কের পরিণতি ভালো হয়নি। ফলে লায়লাকে নিয়ে জল্পনা আরও বেড়েছে।
দিল্লির কাশ্মীরি মুসলিম পরিবারের মেয়ে ফ্যাশান ডিজাইনার। নিজের সংস্থাও আছে। কাশ্মীরি সিল্ক, ফেব্রিকের কাপড়ে তাঁর সংস্থা এলআরএফ ডিজাইন খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। তাঁর পরিবারও বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত।
লন্ডনের কিংস কলেজে পড়াশোনা করেন। তারপর নিজস্ব সংস্থা খোলেন। মালান ব্রেটন ও রকি স্টারের মতো বড় ডিজাইনার সংস্থার সঙ্গে যুগ্মভাবে কাজ করেছেন। লায়লার ব্যবসা-অভিযানে সঙ্গী তাঁর মা রুহিও।
সাউন্ড অফ মিউজিক নামের একটি বিখ্যাত হোম থিয়েটার প্রস্তুতকারক সংস্থা রয়েছে লায়লার পরিবারের। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ৬৩ হাজার। নিয়মিত নিজের ব্র্যান্ডের বিজ্ঞাপনী পোস্টও করেন।
যদিও লায়লা ও অভিষেককে নিয়ে জল্পনা ছড়ায় আইপিএলের সময় থেকে। বোন কোমলের সঙ্গে কমলা জার্সিতে হায়দরাবাদের ম্যাচ দেখতে হাজির হতেন। বোঝাই যায়, দুই পরিবারের মধ্যে যথেষ্ট ঘনিষ্ঠতা আছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৫ রান করার পর ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন লায়লা। তবে এশিয়া কাপের সময় অভিষেককে নিয়ে পোস্ট করেননি। এমনকী দুজনকে একসঙ্গে প্রকাশ্যেও দেখা যায় না। কিন্তু তাতে কি আর জল্পনা থামবে?
Published By: Arpan DasPosted: 04:47 PM Sep 30, 2025Updated: 04:47 PM Sep 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
