ফটো গ্যালারি শরীরে মেদ তো কী? মিস ইউনিভার্সের মঞ্চে 'স্লিম' সুন্দরীদের টেক্কা নেপালের এই কন্যার 08:26 PM Nov 20, 2023 | Suparna Majumder Advertisement Tap to expand নারী শরীর কেমন হওয়া উচিত, তা নিয়ে নানা মুনির নানা মত। এই মতের তোয়াক্কা না করেই নজির গড়লেন নেপালি কন্যা জেন দীপিকা গ্যারেট। Tap to expand প্রথম 'প্লাস সাইজ'-এর প্রতিযোগী হিসেবে তিনি ২০২৩ সালের মিউ ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। Tap to expand শরীরে মেদ তো কী? ব্রহ্মাণ্ড সুন্দরী প্রতিযোগিতায় সেরা কুড়ি প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছেন নেপালের এই সুন্দরী। Tap to expand নেপালি বংশোদ্ভূত হলেও আমেরিকার নাগরিকত্ব রয়েছে জেনের। পেশায় নার্স হওয়ার পাশাপাশি বিজনেস ডেভলপারেরও কাজ করেন তিনি। Tap to expand শরীরের মেদ নিয়ে এক সময় দুশ্চিন্তায় থাকতেন জেন। মানসিক অবসাদেও ভুগেছেন। কিন্তু এখন সেই সব কাটিয়ে উঠেছেন। Tap to expand নিজের আশেপাশের মানুষদেরও শরীর নিয়ে কোনও ছুঁৎমার্গ না রাখার পরামর্শ দেন জেন। এই প্রথম ব্রহ্মাণ্ড সুন্দরীর মঞ্চে দেখা গেল কোনও 'প্লাস সাইজ'-এর প্রতিযোগীকে। Advertisement Loading videos... Subscribe
ফটো গ্যালারি সপ্তাহান্তে পাকিস্তানি গায়কের সঙ্গে দুবাইতে জ্যাকলিন! 'লঙ্কাসুন্দরী'র বোল্ড রূপে আগুন নেটপাড়ায়