Advertisement
নবরাত্রিতে গাড়ির বাজারে জিএসটি ২.০-র প্রভাব! ব্যপক বৃদ্ধি পেল মার্সিডিজের বিক্রি
নবরাত্রির প্রথম দিনে কার্যকর হয় নতুন জিএসটি-র রেট, তারফলেই ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের তুলনায় ৩৬ শতাংশ বেড়েছে সংস্থার ব্যবসা।
নবরাত্রিতে গাড়ির বাজারে জিএসটি ২.০-র প্রভাব। ভারতে ব্যপক বৃদ্ধি পেল মার্সিডিজের বিক্রি। ছবি: সংগৃহীত
২০২৪ সালের সেপ্টেম্বর মাসের তুলনায় ৩৬ শতাংশ বেড়েছে সংস্থার ব্যবসা। এটাই ভারতে তাদের সব থেকে বেশি অঙ্কের ব্যবসা বলে জানিয়েছে মার্সিডিজ। ছবি: সংগৃহীত
নবরাত্রির প্রথম দিনে কার্যকর হয় নতুন জিএসটি-র রেট। এতেই বেড়েছে চাহিদা। অক্টোবরেও গাড়ির চাহিদা থাকবে বলে জানিয়েছে সংস্থা। ছবি: সংগৃহীত
মার্সিডিজ-বেঞ্জ ইন্ডিয়ার বিক্রি এই বছর ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৯ হাজার ৩৫৭টি গাড়ি বিক্রি হয়েছে। ছবি: সংগৃহীত
Published By: Anustup Roy BarmanPosted: 08:53 PM Oct 09, 2025Updated: 08:53 PM Oct 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
