Advertisement
পৌষের হাড় কাঁপানো শীতে বিকিনিতে উষ্ণ নবনীতা, কার সঙ্গে থাইল্যান্ড ট্যুরে অভিনেত্রী?
থাইল্যান্ডের সমুদ্র সৈকতে জীতুর প্রাক্তনের বিকিনি লুক লেন্সবন্দি করলেন কে?
তেইশ সালের জুন মাসে আচমকাই জীতু কমলের সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়েছিলেন নবনীতা দাস। তারপর থেকে লাইট, ক্যামেরা অ্যাকশনের দুনিয়াতেই মনোনিবেশ করেছেন অভিনেত্রী। তবে ফাঁক পেলেই ব্যাগপত্তর গুছিয়ে পড়েন নবনীতা।
বিগত দু'বছরে নিজেকে একটু একটু করে গুছিয়ে নিয়েছেন টেলিপর্দার জনপ্রিয় 'তারা মা'। মাঝেমধ্যেই অভিনেত্রীর সোশাল মিডিয়ায় উঁকি দিলে ছুটি কাটানোর ছবি দেখা যায়। এবারও তার অন্যথা হল না।
কাজের অবসরে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছেন নবনীতা দাস। আর সেখান থেকেই নিত্যদিন স্বল্পবসনে ছবি শেয়ার করে শীতের আবহে উষ্ণতার পারদ চড়াচ্ছেন অভিনেত্রী।
কখনও সাগরপারে বসে সমুদ্র দেখতে দেখতে হারিয়ে গেলেন, কখনও বা আবার সৈকতে বসে মুঠোয় ভরা বালি নিয়ে খেলতে খেলতে দেখা গেল নবনীতাকে।
জলপাই রঙের বিকিনি। মাথায় টুপি। আর রোদচশমায় নবনীতার থেকে চোখ ফেরানো যেন দায়! একেকটা ফ্রেমবন্দি মুহূর্তই বলে দেয় যে অভিনেত্রী বর্তমানে 'মুক্ত বিহঙ্গে'র মতো ফুরফুরে দিন কাটাচ্ছেন।
একসময়ে স্টার জলসার পর্দায় মা তারার চরিত্রে নবনীতাকে দেখেছে দর্শকমহল। এবার নায়িকার এহেন 'ভোলবদল' অনেকের চোখেই অশালীন ঠেকেছে! অতঃপর কমেন্ট বক্সে প্রশংসার পাশাপাশি ধেয়ে এসেছে কটাক্ষও। কেউ কেউ 'জয় মা তারা' লিখে বিদ্রুপ করেছেন।
যদিও ডিভোর্সের পর থেকে বরবর নিন্দে-সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের শর্তে চলেছেন নবনীতা। এবারও তার অন্যথা হয়নি! কিন্তু প্রশ্ন উঠেছে, থাইল্যান্ডের সমুদ্র সৈকতে নবনীতার বিকিনি লুক লেন্সবন্দি করলেন কে? যদিও নবনীতা এবিষয়ে 'স্পিকটি নট', তবে কানাঘুষো, বন্ধুদের সঙ্গেই বিদেশে ছুটি কাটাচ্ছেন তিনি। (ছবি- ইনস্টাগ্রাম)
Published By: Sandipta BhanjaPosted: 07:44 PM Dec 22, 2025Updated: 07:44 PM Dec 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
