Advertisement
বিশ্বনেতার পতন থেকে বিশ্বব্যাপী যুদ্ধ! কী হবে ২০২৬ সালে? ভয়ংকর ভবিষ্যদ্বাণী নস্ত্রাদামুসের
আর কী কী বলে গিয়েছেন কিংবদন্তি ভবিষ্যদ্বক্তা?
ভবিষ্যদ্বাণী বললে তাঁর কথাই যেন সবচেয়ে আগে মনে পড়ে। তিনি ফরাসি দার্শনিক নস্ত্রাদামুস। প্রায় সাড়ে চারশো বছর আগে তিনি যা যা বলে গিয়েছিলেন তার বহু কিছুই মিলে গিয়েছে। হিটলারের উত্থান থেকে ৯/১১ বহু কিছুই সাড়ে চার শতক দূরে বসেই নাকি বলে গিয়েছিলেন নস্ত্রাদামুস।
১৫৫৫ সালে প্রকাশিত হয়েছিল তাঁর বই ‘লেস প্রফেটিস’। তাতেই ছিল এই সব ভবিষ্যদ্বাণী। ২০২৬ সাল কেমন যাবে সেকথাও বলে গিয়েছিলেন তিনি। যেমন, দীর্ঘ সময় ধরে চলতে থাকা বিশ্বব্যাপী সংঘাত। কিংবা কোনও শক্তিশালী বিশ্বনেতার পতন। যাকে ঘিরে ঘনাচ্ছে শঙ্কার মেঘ!
নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীগুলি কিন্তু সরাসরি বলা নেই। বরং তা একধরনের রহস্যময় ধাঁধার মতো। যেগুলি ব্যাখ্যা করে বিশেষজ্ঞরা বের করে আনেন ভয়ংকর সব বিপদের আগাম আঁচ।
'সাত মাসের ভয়াবহ যুদ্ধ, অশুভ শক্তির কারণে মানুষের মৃত্যু'র কথা বলা আছে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীতে। মনে করা হচ্ছে, এতে কোনও দীর্ঘ সময় চলতে থাকা রক্ত ঝরানো লড়াইয়ের কথা বলা হচ্ছে। সম্ভবত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিংবা আরও বড় কোনও প্রেক্ষাপট, যেমন ইউরোপীয় দেশগুলির মধ্যে কোনও নতুন সংঘর্ষের কথাও নস্ত্রাদামুস বলে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
নস্ত্রাদামুস বলেছেন, 'মৌমাছির ঝাঁকে'র রাত্তিরে আক্রমণের কথা। এটাও এক ধাঁধা। যা ভেদ করে বিশেষজ্ঞরা অনুমান করে বলছেন, সম্ভবত এখানে কোনও রাজনৈতিক প্রতীকের কথা বলা হচ্ছে। প্রাচীন মিশরে রাজশক্তির সঙ্গে মৌমাছির তুলনার চল ছিল। সম্ভবত সেটা মাথায় রেখেই কোনও এক রাজত্বের কথাই বলেছেন কিংবদন্তি ভবিষ্যদ্বক্তা।
নস্ত্রাদামুস বলেছেন এক 'মহান মানুষ'-এর পতনের কথা। অর্থাৎ কোনও বৈশ্বিক নেতা, রাজপুরুষ কিংবা জনপ্রিয় মানুষ- যে কেউই হতে পারে। অর্থাৎ এই বছরে কোনও অতি বিখ্যাত ব্যক্তিত্বের পতন হতে পারে। তা মৃত্যু হোক কিংবা বিতর্কে জড়িয়ে পড়ে ভাবমূর্তির স্খলন।
২০২৬ সালে মাদ্রিদের নেতা আহত হবেন ঝাঁকে ঝাঁকে ছুটে আসা তিরের আঘাতে। প্রসঙ্গত, স্পেনের রাজধানী মাদ্রিদে নেতার কোনও অভাব নেই। স্পেনের রাজকীয় ও রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে ফুটবলের 'সুপার পাওয়ার' রিয়াল মাদ্রিদের দলনেতা দানি কারভাহাল পর্যন্ত সকলেই এর অন্তর্ভুক্ত। ফলে আশঙ্কা ঘনাচ্ছে এমন ভবিষ্যদ্বাণী থেকে।
তবে নস্ত্রাদামুস সবসময় যে সব কিছু অব্যর্থ মিলিয়ে দিয়েছেন, তা নয়। তাঁর ইঙ্গিত ছিল, ২০২৫ সালে অবশেষে শেষ হবে গত কয়েক বছর ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ। কিন্তু তা ফলেনি। ফলে এবারও সব ফলবে, আদৌ কোনওটাই ফলবে কিনা সেদিকেই নজর থাকবে বিশ্বের। প্রার্থনা, সব ভবিষ্যদ্বাণীই মিথ্যে হোক। পৃথিবী জুড়ে রাজত্ব করুক সমৃদ্ধি।
Published By: Biswadip DeyPosted: 08:29 PM Jan 06, 2026Updated: 09:11 PM Jan 06, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
