Tap to expand গঙ্গাসাগর মেলার একমাসও পেরোয়নি। এবার মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গাসাগরে মানুষের ভিড়। দূরদূরান্ত থেকে জমায়েত করলেন পূন্যার্থীরা।
Tap to expand শনিবার রাত থেকেই সাগরের বেলাভূমিতে জমতে শুরু করেছিল অসংখ্য মানুষের ভিড়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষ-সহ ছিলেন ভিনরাজ্যের বাসিন্দারাও।
Tap to expand সমুদ্রস্নান সেরে কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে দর্শনার্থীরা রওনা হন ঘরের পথে।
Tap to expand পুণ্যার্থীদের নিরাপত্তা এবং সুবিধার জন্য প্রশাসনিক স্তরে নানা ব্যবস্থা নেওয়া হয়। সুন্দরবন জেলা পুলিশ, কাকদ্বীপ মহকুমা এবং সাগর, নামখানা ও কাকদ্বীপ ব্লকের আধিকারিক ও কর্মীরা লট নম্বর ৮, কচুবেড়িয়া, চেমাগুড়ি ও বেনুবন পয়েন্টে নজরদারি চালান।
Tap to expand বিভিন্ন জায়গায় ছিল বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। মেলাচত্বরে পুণ্যার্থীদের রাত্রিবাসের জন্য সুন্দরবন উন্নয়ন দপ্তর তৈরি করেছিল ৬ টি অস্থায়ী যাত্রীনিবাস।
Tap to expand মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য ছিল অস্থায়ী ছাউনি, মোবাইল বাথরুম।