Advertisement
বাতাসে শুধুই বারুদের গন্ধ! লেন্সবন্দি রুশ হামলায় 'অগ্নিস্নাত' কিয়েভ
রুশ হামলার পর কেমন আছে কিয়েভ?
৭ সেপ্টেম্বর, ২০২৫। রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ৮০০-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেন। মারণ হামলায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ধ্বংস হয়েছে কিয়েভের সচিবালয়। ছবি: এএফপি।
৭ সেপ্টেম্বর, ২০২৫। ইউক্রেনে রাশিয়ার ভয়ংকর হামলার পর ক্ষতিগ্রস্ত একটি ভবনে আগুন নেভানোয় ব্যাস্ত দমকলকর্মীরা। ইউক্রেনের প্রধানমন্ত্রী জানান, রুশ হামলায় ইউক্রেনের সচিবালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের ছাদ ও উপরতলা ভেঙে যাওয়ার পাশাপাশি আগুন ধরে গিয়েছে। দমকলকর্মী আগুন নেভাচ্ছেন। ছবি: এএফপি।
৭ সেপ্টেম্বর, ২০২৫। রুশ হামলার পর একটি আবাসনের ছাদ থেকে ধোঁয়া বেরতে দেখা গিয়েছে। কার্যত শুনশান রাজধানীর রাস্তাঘাট। ছবি: এএফপি।
৭ সেপ্টেম্বর, ২০২৫। শত্রু দেশের হামলার পর দেখা যাচ্ছে, এক ব্যক্তি স্কুটার নিয়ে এলাকা ছেড়ে পালাচ্ছেন। পিছনে সরকারি ভবনের হামলার পর গোটা আকাশ ঢেকে গিয়েছে কালো মেঘে। ছবি: এএফপি।
৭ সেপ্টেম্বর, ২০২৫। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর, ওডেসার স্পোর্ট প্যালেসের সামনে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছেন স্থানীয় এক বাসিন্দা। ছবি: এএফপি।
৭ সেপ্টেম্বর, ২০২৫। রুশ হামলায় ওডেসার একটি বহুতল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের মাঝ বরাবর তৈরি হয়েছে বড় গর্ত। ছবি: এএফপি।
Published By: Amit Kumar DasPosted: 03:58 PM Sep 08, 2025Updated: 03:58 PM Sep 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
