Advertisement
স্বাধীনতা দিবসে দীর্ঘতম ভাষণ, সংঘকে 'খুশি' করতে মোদির গেরুয়া বসন! দেখুন ছবি
স্বাধীনতা দিবসের ভাষণ দিতে গিয়েও আরএসএসের ভূয়সী প্রশংসা করেছেন মোদি।
২০১৪ থেকে শুরু করে এই নিয়ে ১২ বার লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ৭৯ তম স্বাধীনতা দিবসের পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনেও শামিল দেশবাসী।
প্রথামাফিক রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে লালকেল্লার উদ্দেশে রওনা দেন মোদি। সেখানে পতাকা উত্তোলনের পরেই অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে ভারতীয় বায়ুসেনা বিশেষ ফ্লাইপাস্ট করে।
প্রত্যেকবারের মতোই এবারের স্বাধীনতা দিবসেও নজর ছিল মোদির পোশাকের দিকে। নির্বাচনী রাজনীতির ইঙ্গিতপূর্ণ পোশাক পরে এর আগেও স্বাধীনতা দিবস পালন করেছেন মোদি।
রাজস্থানি পাগড়ি থেকে তেরঙ্গা সাফা- মোদির পাগড়ি নিয়ে নানারকম বিশ্লেষণ করেছে রাজনৈতিক মহল। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার স্বাধীনতা দিবসের পাগড়ি নির্বাচন করবেন মোদি-এমনটাই অনুমান ছিল।
তবে ৭৯তম স্বাধীনতা দিবসে মোদি বেছে নিলেন সাদা কুর্তা-চুড়িদার। সঙ্গে গেরুয়া পাগড়ি, গেরুয়া কোট। সঙ্গে সাদার উপর তেরঙ্গা বর্ডার দেওয়া উত্তরীয়।
বিশ্লেষকদের মতে, আসলে সঙ্ঘকে সন্তুষ্ট করতেই গেরুয়া পোশাকে সেজেছেন মোদি। স্বাধীনতা দিবসের ভাষণ দিতে গিয়েও আরএসএসের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
এদিন ১ঘণ্টা ৪৫ মিনিট ধরে বক্তৃতা দিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী হিসাবে এটাই তাঁর দীর্ঘতম ভাষণ। গত বছর ৯৮ মিনিট ভাষণ দিয়েছিলেন তিনি। এবছর ১০৫ মিনিট ধরে একাধিক ইস্যুতে বক্তব্য রেখেছেন মোদি।
Published By: Anwesha AdhikaryPosted: 12:54 PM Aug 15, 2025Updated: 12:54 PM Aug 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
