Tap to expand মেয়ে মালতীকে কোলে নিয়ে আমেরিকার রাস্তায় প্রিয়াঙ্কা চোপড়া। তারকার খোলস ছেড়ে আমজনতার মতোই ঘুরে বেড়ালেন অভিনেত্রী।
Tap to expand মা প্রিয়াঙ্কার কাজ থাকলে বাবা নিকের কাছেই থাকে ছোট্ট মালতী। কিন্তু প্রিয়াঙ্কাকে একবার কাছে পেলে যেন মালতীর আর কিছু চাই না।
Tap to expand সারোগেসির মাধ্যমেই মিষ্টি এই মেয়ের মা হয়েছেন প্রিয়াঙ্কা। নাম রেখেছেন মালতী মেরি জোনাস।
Tap to expand এদিন প্রিয়াঙ্কার পরনে ছিল সাদা ট্যাঙ্ক টপ। তার উপরেই ছিল সাদা শার্ট আর ম্যাচিং কার্গো প্যান্ট। টুপিও পরেছিলেন 'দেশি গার্ল'। চোখে সানগ্লাস।
Tap to expand মালতীকে পরানো হয়েছিল কালারফুল ডাঙ্গরি। তার মাথাতেও ম্যাচিং করা টুপি ছিল। মাঝে আবার ডেনিম জ্যাকেটও পরিয়ে দেওয়া হয়।
Tap to expand ছবি দেখে নেটিজেনদের একাংশের মত বাবা নিকের মতোই দেখতে মালতীকে। আরেক পক্ষ আবার মনে করেন, প্রিয়াঙ্কা ও নিক দুজনের আদলই পেয়েছে মালতী।
Tap to expand সমাপ্তি অনুষ্ঠান হবে বুধবার। এবারের সমাপ্তি অনুষ্ঠান হবে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে।
Tap to expand শিল্পপতিদের নতুন করে সেজে ওঠা আলিপুর সংশোধনাগার মিউজিয়াম ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা থাকছে।
Tap to expand রাজ্যে একাধিক দেশি-বিদেশি লগ্নি টানতে প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়। এবছর সেই উদ্দেশ্যেই স্পেন ও দুবাইতে শিল্প সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
Tap to expand লা লিগা থেকে শুরু করে স্পেনের (Spain) একাধিক সংস্থার সঙ্গে বাংলার সাংস্কৃতিক-বাণিজ্যিক আদানপ্রদানে চুক্তি হয়েছে। দুবাইয়ের (Dubai) বিখ্যাত লুলু গ্রুপের সঙ্গেও শিল্প স্থাপন ও কর্মসংস্থান নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ছবি দেখে নেটিজেনদের একাংশের মত বাবা নিকের মতোই দেখতে মালতীকে।