Advertisement
স্বামীর সঙ্গে রচনা, গীতা হাতে সৌমিত্র, দেখে নিন মনোনয়ন পর্বের ছবি
এদিন মনোনয়ন পেশ করেছেন বারাকপুরের তৃণমূল ও বিজেপি প্রার্থী।
স্বামী প্রবাল বসুকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অসিত মজুমদার-সহ অন্যান্যরা।
তবে রচনার মনোনয়নে ছিল চমক। স্বামী ছাড়াও কলকাতা থেকে বিশেষ পোশাকে তাঁর ২০ বন্ধু হাজির হয়েছিলেন হুগলিতে। তারকা প্রার্থীর স্বামীর কথায়, "রচনা একজন সফল মানুষ। যে কাজ করেছেন, তাতেই সফল হয়েছেন। এবারও অন্যথা হবে না।"
এদিন মনোনয়ন জমা দিয়েছেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংও। হেঁটেই মনোনয়ন জমা দিতে যান তিনি। পথে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতেও জড়ান। জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী তিনি।
Published By: Tiyasha SarkarPosted: 06:27 PM Apr 29, 2024Updated: 09:13 PM Apr 29, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
