Advertisement
রবিবারের দুপুরে মাংস-ভাত, টলিউডের 'বাবা-বেবি'দের পিকনিক জমজমাট, দেখুন অ্যালবাম
রাজ, রুদ্রনীল, পরমব্রত থেকে অঙ্কুশ-ঐন্দ্রিলাদের পিকনিকের ছবি দেখুন।
রবিবাসরীয় দুপুরে জমজমাট পিকনিক টলিউডের। কে নেই সেখানে? পরিচালক-প্রযোজক, চিত্রনাট্যকার, সঙ্গীতকারদের সঙ্গে পাল্লা দিয়ে মজেছেন টলিপাড়ার তারকারা।
রবিবার চব্বিশ পরগণার এক রাজবাড়িতে এই পিকনিকের আয়োজন হয়েছিল। থিম সাদা। সকলে রং মিলান্তি পোশাকে ধরা দিলেন।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়দের সঙ্গে পিকনিকে যোগ দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ছেলে উজানও।
পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, পদ্মনাভ দাশগুপ্ত, অভিজিৎ সেন সকলকেই দেখা গেল।
পিকনিকে রোম্যান্টিক মুডে রাজ-শুভশ্রী। স্ত্রী দর্শনাকে ছাড়াই আসরে সৌরভ দাস। দেখা গেল না পরমব্রতপত্নী পিয়া চক্রবর্তীকেও।
রুদ্রনীল ঘোষের গালে চুমু বসালেন অঙ্কুশ। ঐন্দ্রিলা, শুভশ্রী-শ্রাবন্তীরা মজলেন আড্ডায়। নাচে-গানে জমে উঠেছিল পিকনিক।
আবার কখনও বা নিজের ছবির ‘ভোলার কোকাকোলা’ গানে এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সিং সোনির সঙ্গে নাচতে দেখা গেল শ্রাবন্তীকে।
Published By: Sandipta BhanjaPosted: 07:27 PM Jan 14, 2024Updated: 07:28 PM Jan 14, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
