Advertisement
রাজ-শুভশ্রীর প্রেমের প্রজাপতি আজও উড়ছে, নতুন ফটোশুটে আরও কাছাকাছি 'রাজশ্রী'
রাজ-শুভশ্রীর প্রেমের মরশুম।
এই সম্পর্ক ভাঙার যুগে রাজ-শুভশ্রী যেন এক অন্য নজির। যত সময় এগিয়েছে তত বেড়েছে তাঁদের ভালোবাসা।কখনও উষ্ণ পরশ তো কখনও আবার হেসে খুন তাঁরা, এমনই নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন তারকাদম্পতি।
ক্যাপশনে নীল রঙের দুটি হার্ট ইমোজির সঙ্গে জুড়েছেন একটি প্রজাপতি। তাঁদের রসায়ন দেখে বলাই যায় তাঁদের মনে এখনও প্রেমের প্রজাপতি রীতিমতো ডানা মেলে ওড়ে।
বিভিন্ন সাক্ষাৎকারে স্ত্রীর প্রতি পরিচালক রাজের নানা মন্তব্যই বুঝিয়েছে যে তাঁরা ঠিক কতটা প্রেমে বাঁচেন।
Published By: Arani BhattacharyaPosted: 09:31 PM Oct 18, 2025Updated: 09:31 PM Oct 18, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
