Advertisement
ইউভানের জন্মদিনে রাজ-শুভশ্রীর অন্দরমহলে! দেখে নিন রঙিন অ্যালবাম
কীভাবে সাজল এদিন ইউভানের জন্মদিনের আসর? দেখে নিন।
দেখতে দেখতে পাঁচ বছরে পা রাখল 'রাজপুত্র' ইউভান চক্রবর্তী। মাতৃগর্ভ থেকেই সে লাইমলাইটে, বললেও অত্যুক্তি হবে না! তার কারণ টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম সন্তান বলে কথা।
ইউভানের পছন্দের থিমে সেজেছিল এদিনের বার্থডে পার্টি। অ্যাভেঞ্জার্স যেহেতু ইউভানের খুব পছন্দের তাই তা মাথায় রেখেই ইউভানের জন্মদিনের আসর সাজিয়েছিলেন রাজ-শুভশ্রী।
এদিন বিকেলে ছেলের বন্ধুবান্ধবদের নিয়ে একটা পার্টির আয়োজন করেছেন রাজ-শুভশ্রী। সকাল থেকে দাদার মতোই উচ্ছ্বসিত ছিল খুদে ইয়ালিনিও।
মায়ের 'জান' ইউভান।ছেলেকে এই নামেই ভালোবেসে ডাকেন শুভশ্রী। তাই মায়ের স্নেহ মাখা, ভালবাসার এই ছবি এক লহমায় তা যেন আরও একবার জানান দিয়ে যায়।
এদিন বন্ধু-বান্ধব আর ছোট্ট বোন ইয়ালিনির সঙ্গে মেতে উঠেছিলেন ইউভান। প্রতি বছরের মতো এই বছরেও বার্থডে পার্টি সেজেছিল ইউভানের পছন্দের বিষয়ের থিমে। মা-বাবা, বোন, বন্ধুবান্ধবের সঙ্গে কেক কেটে, মজার গেমসে মেতে উঠেছিল এদিন ইউভান।
কেরিয়ার সামলে, দারুণ দারুণ ছকভাঙা চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করার পাশাপাশি সমানতালে সংসারের হালও ধরে রেখেছেন শুভশ্রী। একইসঙ্গে দায়িত্বশীল মা তিনি। তাই জমজমাট পার্টির মাঝেও ইউভানের যত্ন নিতে ভোলেন না তিনি।
Published By: Arani BhattacharyaPosted: 03:02 PM Sep 13, 2025Updated: 03:02 PM Sep 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
