Advertisement
যুক্তরাষ্ট্র ওপেনের সময় একই যুবতীকে 'ডেট' আলকারাজ-সিনারের! কে এই লাস্যময়ী সুইমস্যুট মডেল?
'লাভ-ডুব' খেলায় জিতল কে?
দিনকয়েক আগে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন জানিক সিনার ও কার্লোস আলকারাজ। সেখানে শেষ হাসি হেসেছিলেন আলকারাজ। কিন্তু তার বাইরেও আরেক লড়াই দুই তারকার মধ্যে। যার কেন্দ্রবিন্দুতে আমেরিকার সুইমস্যুট মডেল ব্রুকস নাদের।
শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ওপেন চলাকালীন দুজনেই নাকি একই মহিলার সঙ্গে 'ডেট' করছিলেন। সেই ব্রুকস নাদেরকেই নিয়েই এখন চর্চা। সোশাল মিডিয়ায় এই মডেলের ফলোয়ার সংখ্যা ১৭ লক্ষ। স্বল্পবসনে প্রায়ই উষ্ণতা ছড়ান নেটপাড়ায়।
আমেরিকার একটি সংবাদমাধ্যমের দাবি, সিনার ও আলকারাজের সঙ্গে একই সময়ে প্রেমের যে জল্পনা, তা উসকে দিয়েছেন নাদেরের বোন। তিনি সম্প্রতি বলেছেন, "দিদি এখন খেলোয়াড়দের নিয়ে একটু ব্যস্ত।" নাদেরের বোন অ্যান অবশ্য কারও নাম বলেননি।
তাহলে জল্পনা ছড়ল কীভাবে? যখন 'খেলোয়াড়দের' নাম জিজ্ঞেস করা হয়, তখন অ্যান বলেন, "উইনার শব্দের সঙ্গে ছন্দে মেলে"। সিনারের নামের সঙ্গে 'উইনার'-এর ছন্দ মেলে। তারপরই জল্পনা ছড়ায়। এই নিয়ে সাংবাদিকরা নাদেরকে প্রশ্ন করলে তিনি উত্তর দেননি। অবশ্য নাও করেননি।
এদিকে আলকারাজের জন্য নাদের স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। সেমিফাইনালে স্প্যানিশ তারকার জন্য গলা ফাটান। সবাই তাতে একটু অবাক। সিনারের সঙ্গে 'ডেট' চলাকালীন আলকারাজের সঙ্গেও কি প্রেম করছেন?
এর উত্তরে অ্যান বলছেন, "গুজবগুলো সত্যি। কিন্তু সেটাকে ডেটিং বলা কি ঠিক হবে? তবে আমি জানি আলকারাজকে নিয়েই এখন চর্চা বেশি।" তাতে আবার অনেক ফিরে যাচ্ছেন নাদেরের অতীতে।
কারণ আগেও দেখা গিয়েছে নাদের একই সঙ্গে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। চলতি বছরেই রাশিয়ান গ্লেব সাভচেঙ্কোর সঙ্গে সম্পর্ক শেষ করেন তিনি। কারণ তাঁর মনে হয়েছিল, আগের স্বামী উইলিয়াম হেয়ারের সঙ্গে এখন 'বিয়ে টিকে রয়েছে'। টম ব্র্যাডির সঙ্গে প্রেমের জল্পনাও ছিল।
Published By: Arpan DasPosted: 12:46 PM Sep 13, 2025Updated: 12:46 PM Sep 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
