Advertisement
বিসিসিআইয়ের কড়া নজরে ফিটনেসের পরীক্ষায় রোহিত-শুভমানরা, পাশ করলেন হিটম্যান?
অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুত রোহিত?
ভারতীয় কোচ হয়ে আসার পর গুরুত্বপূর্ণ সমস্ত সিরিজের আগে ইয়ো ইয়ো টেস্ট, ব্রঙ্কো টেস্টের মতো একাধিক ফিটেনস পরীক্ষার পদ্ধতি চালু করেছেন জাতীয় কোচ গৌতম গম্ভীর। সেখান ডাক পড়েছিল ওয়ানডে ক্রিকেটে ভারতের অধিনায়ক রোহিত শর্মার। পাশ করলেন তিনি?
প্রয়োজনীয় ফিটেনস পরীক্ষা এবং আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি নিতে বেঙ্গালুরুর নতুন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (সেন্টার অফ এক্সেলেন্স) হাজির ছিলেন অনেকেই। রোহিত ছাড়াও ছিলেন টেস্ট অধিনায়ক শুভমান গিল।
আগামী ৪ সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে ভারত। ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। রোহিত অবশ্য সেই দলে নেই। কিন্তু শুভমান সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষা দেওয়া এবং ট্রেনিং, দু'টো কাজই তিনি সারতে চান।
রবিবার রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা বেঙ্গালুরুতে ফিটনেস টেস্ট দিতে উপস্থিত হয়েছিলেন। জানা যাচ্ছে, সকলেই ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। ভালো নম্বর তুলে সকলকে চমকে দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।
ফিটনেস পরীক্ষার পর রোহিত মুম্বই ফিরে আসেন। বিমানবন্দরে পাপারাজ্জিদের ভিড়ে মজাও করেন। তাঁদের উদ্দেশ্য করে তিনি বলেন, "তোমরা তো সবাই বড় মানুষ। তোমাদের ছোঁয়ার ক্ষমতা কি আমার আছে?"
তাঁকে দেখে যথেষ্ট ফিটও মনে হয়েছে। অনেকেই মনে করছেন, ব্যক্তিগত উদ্যোগে ফিট থাকছেন হিটম্যান। যেখানে তাঁকে সাহায্য করছেন ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার।
এর মধ্যে সোশাল মিডিয়ায় রটেছে ইয়ো ইয়ো টেস্টে নাকি ১৯.৪ স্কোর করেছেন রোহিত। তবে এরকম তথ্যের নিশ্চয়তা নেই। আর সাধারণত কোনও ক্রিকেটারের ফিটনেস স্কোর প্রকাশ্যে আনা হয় না।
বর্তমানে শুধু একটা ফর্ম্যাট খেলেন তিনি। আগামী অক্টোবর মাসে রোহিতের অস্ট্রেলিয়া সিরিজ খেলতে সে দেশে যাওয়ার কথা রয়েছে এখনও পর্যন্ত। তবে তার আগে যথেষ্ট ম্যাচ প্র্যাকটিসের জন্য ভারত 'এ'-র হয়ে অস্ট্রেলিয়া 'এ'-র বিরুদ্ধে খেলেন কি না, সেটা দ্রষ্টব্য।
হালকা মেকআপ, খোলা চুল, কানের পাশে সাজানো লাল গোলাপ। আহা! সপ্তমীর আগুনে লুকে মন মাতানো জয়া আহসান। শুটিং স্থল: দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট, মডেল: অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা জীতু কামাল, শাড়ি এবং ধুতি-পাঞ্জাবি: প্রিয় গোপাল বিষয়ী, ছবি: শিলাদিত্য দত্ত, অলঙ্কার: আর্দামেন্টস, মেকআপ ও হেয়ার: বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার, স্টাইলিং: বিদিশা চট্টোপাধ্যায়, শুটিং কোঅর্ডিনেশন: শম্পালী মৌলিক
বিয়ের পর প্রথম পুজো হলে সপ্তমীতে দম্পতিরা অনায়াসে জীতু-জয়ার মতো সাজতে পারেন। নবদম্পতিদের দারুণ মানাবে এই সাজ। শুটিং স্থল: দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট, মডেল: অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা জীতু কামাল, শাড়ি এবং ধুতি-পাঞ্জাবি: প্রিয় গোপাল বিষয়ী, ছবি: শিলাদিত্য দত্ত, অলঙ্কার: আর্দামেন্টস, মেকআপ ও হেয়ার: বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার, স্টাইলিং: বিদিশা চট্টোপাধ্যায়, শুটিং কোঅর্ডিনেশন: শম্পালী মৌলিক
উৎসবের সাজে জয়া আহসান, জীতু কামালের পোশাক সৌজন্যে প্রিয় গোপাল বিষয়ী। 'এক্সক্লুসিভ' সংবাদ প্রতিদিন-এ। শুটিং স্থল: দ্য ওয়েস্টিন কলকাতা রাজারহাট, মডেল: অভিনেত্রী জয়া আহসান এবং অভিনেতা জীতু কামাল, শাড়ি এবং ধুতি-পাঞ্জাবি: প্রিয় গোপাল বিষয়ী, ছবি: শিলাদিত্য দত্ত, অলঙ্কার: আর্দামেন্টস, মেকআপ ও হেয়ার: বাবুসোনা সাহা এবং তনয়া সর্দার, স্টাইলিং: বিদিশা চট্টোপাধ্যায়, শুটিং কোঅর্ডিনেশন: শম্পালী মৌলিক
Published By: Arpan DasPosted: 09:30 PM Aug 31, 2025Updated: 11:43 AM Sep 03, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
