-
- ফটো গ্যালারি
- এক নজরে
- Rubel das and sweta bhattacharya pre wedding ritual at neem phooler madhu and kon gopone mon bheseche set
এবার সিরিয়ালের সেটে রুবেল-শ্বেতার আইবুড়োভাত, কী কী ছিল পাতে?
'নিম ফুলের মধু'তে রুবেলের পেটপুজো। 'কোন গোপনে'র সেটে ভোজ শ্বেতার।
Tap to expand
বিয়ের বাকি আর মাত্র কয়েকটা দিন। একের পর এক আইবুড়োভাত খেয়ে যাচ্ছেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। শ্বেতার জন্য এলাহি আয়োজন করেছিল 'কোন গোপনে মন ভেসেছে' টিম।
Tap to expand
ছবি দেখে যা বোঝা যাচ্ছে শ্বেতার পাতে ছিল এলাহি আয়োজন। লুচি, মাংস, পোলাও, সাদা ভাত, একাধিক তরকারি, মাছ, মিষ্টি কিছুই বাদ ছিল না।
Tap to expand
রুবেলের 'নিম ফুলের মধু' সিরিয়ালের টিমও কম যায় না। অভিনেতার পাতে ছিল মাংস, পোলাও, সাদা ভাত, মাছ, মিষ্টি। টোপর মাথায় পরেই আইবুড়োভাত খেলেন রুবেল।
Tap to expand
শোনা গিয়েছে, আগামী ১৯ জানুয়ারি বৈদিক মতেই বিয়ে সারবেন রুবেল ও শ্বেতা। টেলিপাড়ার তারকা যুগলের বিয়ে নাকি দেবেন নন্দিনী ভৌমিক।
Tap to expand
গত বছরের ডিসেম্বর মাসেই আংটি বদলের অনুষ্ঠান সেরেছেন শ্বেতা-রুবেল। ঘরোয়া আয়োজনে দুজনের আশীর্বাদের অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। এবার বিয়ের পালা। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 09:02 PM Jan 10, 2025Updated: 09:26 PM Jan 10, 2025
'নিম ফুলের মধু'তে রুবেলের পেটপুজো। 'কোন গোপনে'র সেটে ভোজ শ্বেতার।