Advertisement
কলকাতায় এসে ফুচকা খেলেন সারা আলি খান, ঝাল লাগতেই মুখে পুরলেন মিষ্টি! দেখুন ছবি
নতুন ছবি 'জরা হটকে জরা বচকে'র প্রচারে শহরে এসেছিলেন সারা।
কলকাতায় ঝটিকা সফরে সইফ আলি খান ও অমৃতা সিং কন্যা সারা আলি খান। উপলক্ষ্য সারার নতুন ছবি জরা হটকে, জরা বচকের প্রচার। সঙ্গে একটি গয়নার দোকানের প্রোমোশনেও শহরে এসেছিলেন সারা।
সারা মানেই যেন এক ঝাঁক মুক্ত হাওয়া। সদা হাসিখুশি মেয়েটাকে সদাই ঘিরে থাকে আনন্দ উচ্ছ্বাস। সেলেবের মোড়ক ছেড়ে সাধারণের মতোই বাঁচতে চান সারা। তাই তো ছবির প্রচারে এসে সোজা চলে গেলেন রাসেল স্ট্রিটে।
Published By: Akash MisraPosted: 09:30 PM May 25, 2023Updated: 09:30 PM May 25, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
