কলকাতায় এসে ফুচকা খেলেন সারা আলি খান, ঝাল লাগতেই মুখে পুরলেন মিষ্টি! দেখুন ছবি
09:30 PM May 25, 2023 | Akash Misra
Advertisement
Tap to expand কলকাতায় ঝটিকা সফরে সইফ আলি খান ও অমৃতা সিং কন্যা সারা আলি খান। উপলক্ষ্য সারার নতুন ছবি জরা হটকে, জরা বচকের প্রচার। সঙ্গে একটি গয়নার দোকানের প্রোমোশনেও শহরে এসেছিলেন সারা।
Tap to expand সারা মানেই যেন এক ঝাঁক মুক্ত হাওয়া। সদা হাসিখুশি মেয়েটাকে সদাই ঘিরে থাকে আনন্দ উচ্ছ্বাস। সেলেবের মোড়ক ছেড়ে সাধারণের মতোই বাঁচতে চান সারা। তাই তো ছবির প্রচারে এসে সোজা চলে গেলেন রাসেল স্ট্রিটে।
Tap to expand রাসেল স্ট্রিটে পৌঁছে সারার নজর ফুচকার দিকে। কলকাতার ফুচকা বলে কথা। সাতপাঁচ না ভেবে টপাটপ খেয়েও ফেললেন।
Tap to expand কলকাতা এসেছেন মিষ্টি খাবেন না এটাও কি হয়! তাই তো সুযোগ করে মিষ্টিও খেয়েছেন সারা।
Tap to expand সব মিলিয়ে সারার কলকাতা সফর যে জমজমাট। তা কিন্তু ছবি দেখেই বোঝা যাচ্ছে।
নতুন ছবি 'জরা হটকে জরা বচকে'র প্রচারে শহরে এসেছিলেন সারা।