অন্তর্বাসে অনিন্দিতা! ফাঁস করলেন স্পেশাল 'সিক্রেট'
'গানের ওপারে'র ঝিনুক হয়ে বাংলা টেলিভিশনের দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী।
Tap to expand
অন্তর্বাসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অনিন্দিতা বসু। আর ক্যাপশনে ফাঁস করেছেন স্পেশাল এক 'সিক্রেট'।
Tap to expand
এই সিক্রেট আসলে বিশ্বখ্যাত অন্তর্বাস সংস্থা ‘ভিক্টোরিয়া’স সিক্রেট’-এর। তারই 'টি শার্ট ব্রা'র বিজ্ঞাপনের জন্য অভিনেত্রীর এই ছবি।
Tap to expand
'গানের ওপারে'র ঝিনুক হয়ে বাংলা টেলিভিশনের দর্শকদের নজর কেড়েছিলেন অনিন্দিতা। পরবর্তীকালে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।
Tap to expand
'ক্লার্ক', 'জানি দেখা হবে', 'ভূতের ভবিষ্যৎ', 'হেমলক সোসাইটি', 'দ্য রেপিস্ট'-এর মতো সিনেমাও রয়েছে অনিন্দিতার ঝুলিতে।
Tap to expand
'স্কাইফায়ার', 'পাতাল লোক', 'রে', 'মার্ডার ইন দ্য হিলস' ওয়েব সিরিজে অভিনয় করেছেন অনিন্দিতা। সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী।
Tap to expand
অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে বিয়ে করেছিলেন অনিন্দিতা। তার পর পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে সংসার করেন। সেই সম্পর্ক ভাঙার পর সৌরভ দাসের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন অভিনেত্রী। তবে সেসব এখন অতীত। এখন কাজ নিয়েই ব্যস্ত অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।
Tap to expand
অলিম্পিকে গেমস ভিলেজের অব্যবস্থা নিয়েও তীব্র বিতর্ক হয়। খাবারদাবার এবং পরিচ্ছন্নতা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়ে গেল অলিম্পিক। গেমস ভিলেজে খাবারদাবারের যে বন্দোবস্ত করা হয়েছে, তা নিয়ে অসন্তুষ্ট অধিকাংশ ভারতীয় অ্যাথলিট।
Tap to expand
মহিলা বক্সারদের প্রতিযোগিতায় নেমেছেন একজন ‘পুরুষ’ প্রতিযোগী! এই নিয়ে বিতর্কে উত্তাল ছিল প্যারিস অলিম্পিক। ঘটনার সূত্রপাত ইটালির অ্যাঞ্জেলা কারিনির সঙ্গে ম্যাচের পর। আলজেরিয়ার ইমানে খেলিফ গত বছর লিঙ্গ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। ২০২৩-র বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনার মেডেলের ম্যাচের আগে তাঁকে বহিষ্কার করা হয়। সমস্ত বিতর্ক উড়িয়ে অলিম্পিকে বক্সিংয়ে সোনা জেতেন তিনি।
Published By: Suparna MajumderPosted: 07:17 PM Aug 11, 2024Updated: 07:18 PM Aug 11, 2024
'গানের ওপারে'র ঝিনুক হয়ে বাংলা টেলিভিশনের দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী।