Advertisement
পুজোর আগেই আইফোন ১৭ কেনার প্ল্যান? ১০ মিনিটে হাতে পৌঁছে দেবে Swiggy ইনস্টামার্ট!
১০ দিন ধরে বিপুল ছাড়ে একগুচ্ছ পণ্য বিক্রি করবে এই ফুড ডেলিভারি অ্যাপ!
উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য বড় ঘোষণা সুইগির অধীনস্থ ইনস্টামার্টের। সময়ের সঙ্গে মানুষের অভ্যাসেও বদল এসেছে। অনলাইন কেনাকাটার উপর গ্রাহকদের ঝোঁক বেড়েছে। তা সে নিত্য প্রয়োজনীয় জিনিসই হোক কিংবা জামা-কাপড়। উৎসবের মরশুমে অনলাইনে কেনাকাটা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। বাজার ধরতে বিভিন্ন ধরনের অফারও ঘোষণা করে সংস্থাগুলি। পিছিয়ে নেই সুইগি।
দেশের অন্যতম বৃহৎ ফুড ডেলিভারি এই সংস্থা প্রতিযোগিতার বাজারে এখন শাক-সবজি থেকে শুরু করে বিভিন্ন প্রসাধনী সামগ্রীও বিক্রি করছে।
তালিকায় আছে আইফোন সহ বিভিন্ন গ্যাজেট। পুজোর মরশুমে "Quick India Movement 2025 Sale" শুরু করছে সংস্থা। যেখানে আইফোন ১৭ কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। শুধুই কি তাই! ওয়ান প্লাস, অপ্পোর মতো স্মার্টফোনেও দুর্দান্ত ছাড় পাবেন গ্রাহকরা। এই অফার শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। অর্থাৎ ঠিক মহালয়ার আগে। আগামী ২১ সেপ্টেম্বর মহালয়া। দেবীপক্ষের সূচনা। আর তার আগে গ্রাহকদের জন্য এই অফারের ঘোষণা করা হয়েছে। সুইগি ইনস্টামার্ট অ্যাপ থেকে এই সুবিধা পাবেন গ্রাহকরা।
আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মাত্র ১০ দিন! সংস্থার দাবি, গ্রাহকরা প্রায় ৫০ হাজার প্রোডাক্টের উপর পাবেন বিপুল ছাড়। সর্বনিম্ন ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে বলে দাবি। তালিকায় শুধু ইলেকট্রনিক্স জিনিসপত্রই নয়, পার্সোনাল কেয়ার সহ রান্নাঘরের প্রয়োজনীয় সমস্ত জিনিসের উপর বিপুল ছাড়ের অপশন রয়েছে বলে দাবি করা হয়েছে।
এখানেই শেষ নয়। অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে মিলবে আরও ছাড়! সংস্থার দাবি, সংশ্লিষ্ট ব্যাঙ্কের কার্ড দিয়ে কিছু কিনলে গ্রাহকরা অতিরিক্ত আরও ১০ শতাংশ ছাড় পাবেন। ফলে এক ধাক্কায় দাম অনেকটাই কমে যাবে। ফলে পুজোর আগে কম দামে অনেক কিছু কেনার সুযোগ হাতের মুঠোয়।
তবে সবথেকে দুর্দান্ত অফার রয়েছে আইফোন ১৭ এর উপর। আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্টে রয়েছে। আর সেখানেই আইফোন ১৭ সিরিজের একাধিক ফোন লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। আর তা কেনার সুযোগ থাকবে সুইগি থেকে। সংস্থার দাবি, দেশের ছয় শহর অর্থাৎ বেঙ্গালুরু, মুম্বই, আহমেদাবাদ, দিল্লি, কলকাতা এবং হায়দরাবাদে মাত্র ১০ মিনিটে অ্যাপল সহ স্মার্টফোন ডেলিভারি করবে সংস্থা।
Published By: Kousik SinhaPosted: 04:39 PM Sep 07, 2025Updated: 08:06 PM Sep 07, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
